সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৩ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » গ্রাহক টানতে পারছে না আলট্রাবুক
প্রথম পাতা » আইসিটি আপডেট » গ্রাহক টানতে পারছে না আলট্রাবুক
৫৮৩ বার পঠিত
বুধবার ● ৩ অক্টোবর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রাহক টানতে পারছে না আলট্রাবুক

ultrabook.jpeg

এক বছর আগে পিসি ব্যবসার সুদিন ফিরিয়ে আনতে বাজারে এসেছিল আলট্রাবুক। পাতলা, সুন্দর ডিভাইসটি তবুও গ্রাহকদের মন জয় করতে ব্যর্থ। গবেষণা সংস্থা আইএইচএস আইসাপ্লি চলতি বছর আলট্রাবুক বিক্রির পরিমাণ কমবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছর প্রত্যাশার তুলনায় অর্ধেক আলট্রাবুক বিক্রি হবে। খবর রয়টার্সের।
প্রতিষ্ঠানটির নতুন পূর্বাভাস অনুযায়ী, এ বছর ১ কোটি ৩ লাখ আলট্রাবুক বিক্রি হবে। এর আগে বছরের শুরুতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ২ কোটি ২০ লাখ আলট্রাবুক বিক্রি হতে পারে। মূলত দুটি কারণে আলট্রাবুকের বিক্রি বাড়ছে না। দুর্বল বিপণন কৌশল ও বেশি দাম।
আলট্রাবুকের পথিকৃৎ ইন্টেলকেও এ জন্য দুষছে আইএসএইচ আইসাপ্লি। ডিভাইসটি নিয়ে বড় ধরনের সাড়া ফেলার চেষ্টা করলেও এর সংজ্ঞা কী এবং সুবিধাগুলো কী কী তা এখনো প্রতিষ্ঠানটি নির্ধারণ করতে পারেনি। আইএইচএস আইসাপ্লির বিশ্লেষক ক্রেইগ স্টাইস এ বিষয়ে বলেন, এখন পর্যন্ত পিসির বাজারে সাড়া জাগাতে ব্যর্থ আলট্রাবুক। ট্যাবলেট ও স্মার্টফোনের কাছে এমনিতেই পিসির হারিয়ে যাওয়ার দশা। এ অবস্থায় নতুন ডিভাসটি পিসি নির্মাতাদের প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারছে না।
বর্তমানে স্মার্টফোন ও ট্যাবলেটই পিসির বাজারে রাজত্ব করছে। এ কারণে এ ডিভাইস বানানোর দিকে অ্যাপল, অ্যামাজন, নকিয়া এমনকি মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলোও জোর দিচ্ছে। আইএইচএস আইসাপ্লির প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলট্রাবুকের দাম অনেক বেশি ধরা হয়েছে। এটির দাম ১ হাজার ডলারের বদলে ৬০০-৭০০ ডলারে নামিয়ে আনা হলে ২০১৩ সালে ডিভাইসটির বিক্রি বাড়তে পারে।
আলট্রাবুক সাড়া ফেলতে না পারলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইন্টেল। পিসি বিক্রি কমার কারণে এমনিতেই মুনাফা কমছে প্রতিষ্ঠানটির। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপে পিসি বিক্রি কমায় মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে প্রতিষ্ঠানটির। বেশির ভাগ পিসিতেই ইন্টেলের চিপ ব্যবহার করা হয়। এ অবস্থায় আলট্রাবুকের মাধ্যমে বাজিমাত করার চেষ্টা করছে ইন্টেল। কিন্তু এখানেও প্রতিষ্ঠানটির অবস্থা খারাপ।
অথচ শুরুর দিকে এটি নিয়ে আশাবাদী ছিলেন অনেক বিশ্লেষক। চলতি বছরের শুরুতে আয়োজিত কনজুমার ইলেকট্রনিকস শোতে বিশ্লেষকরা জানিয়েছিলেন, ২০১২-এর শেষ নাগাদ বিশ্বে বিক্রীত মোট নোটবুকের ৪০ শতাংশই হবে আলট্রাবুক। কিন্তু এখন এ অবস্থা না হওয়ার সম্ভাবনাই বেশি।
আলট্রাবুকের বাজার জনপ্রিয় করতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টেল। সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন বিদ্যুত্সাশ্রয়ী হ্যাসওয়েল প্রসেসর আলট্রাবুকে ব্যবহারের মাধ্যমে এটি জনপ্রিয় করতে চাইছে ইন্টেল। এতে কাজ হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএসএইচ আইসাপ্লি। পাশাপাশি ডিভাইসটির দাম কমানো ও বিপণন পরিস্থিতি উন্নত করারও পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থাটি। সংস্থাটির তথ্য অনুযায়ী, সঠিক ব্যবস্থা নেয়া গেলে আগামী বছর আলট্রাবুক বিক্রি ৩০০ শতাংশ বাড়বে এবং ২০১৬ নাগাদ ডিভাইসটি বিক্রির পরিমাণ ৯ কোটি ৫০ লাখ ইউনিট ছাড়াবে।-এসবিবি



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাকা ব্যাংক, আইসিএমএবি ও মাস্টারকার্ডর যৌথ উদ্যোগে ভার্টিক্যাল ক্রেডিট কার্ড চালু
দেশের বাজারে শাওমির নতুন দুইটি স্মার্ট ওয়াচ
এআই-নির্ভর রূপান্তর: পিআই ওয়ার্কসের সহায়তায় দক্ষতা বাড়াচ্ছে বাংলালিংক
শুরু হচ্ছে আইডিয়া প্রকল্পের ন্যাশনাল ইউথ সামিট স্টার্টআপ গ্র্যান্ট প্রোগ্রাম
আইসিটি খাতের ঐক্যে ইউনাইটেড আইসিটি ফোরাম গঠনের উদ্যোগ
অনার এক্স৫বি সিরিজের সাথে গ্রামীণফোনের অফার
গ্রামীণফোনের নতুন সেবা ১ নম্বর এক্সপ্রেস
সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ
বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪ অনুষ্ঠিত
বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা রচিত উপন্যাস ‘যুবক যেখানে যেমন’