বুধবার ● ৩ আগস্ট ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের নতুন থ্রিডি ভিশন গেমিং গ্রাফিক্স কার্ড
আসুসের নতুন থ্রিডি ভিশন গেমিং গ্রাফিক্স কার্ড
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের ইএনজিটিএক্স৫৬০ডিসি২টপ মডেলের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড। এনভিডিয়া জিফোর্স জিটিএক্স৫৬০ গ্রাফিক্স ইঞ্জিনের এই গ্রাফিক্স কার্ডটিতে থ্রিডি গেম বা এ্যাপ্লিকেশন চালানোর জন্য রয়েছে এনভিডিয়া থ্রিডি ভিশন ফিচার, ১ জিবি জিডিডিআর৫ ভিডিও মেমোরী, ৯২৫ মেগা হার্জ ইঞ্জিন ক্লক, ৪২০০ মেগা হার্জ মেমোরী ক্লক, কুলিং ফিচার হিসেবে রয়েছে ডাইরেক্টসিইউ২ এবং সুপার এ্যালয় পাওয়ার টেকনোলজি, ১টি ডি-সাব, ২টি ডিভিআই, ১টি এইচডিএমআই পোর্ট। এছাড়া এইচডিসিপি সমর্থিত এই গ্রাফিক্স কার্ডটি মাল্টি-জিপিইউ, মাইক্রোসফট ডাইরেক্টএক্স১১, ওপেনজিএল৪.১, উইন্ডোজ ৭ প্রভৃতি সাপোর্ট করে। মূল্য রাখা হয়েছে ২০,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৮১২৩২৮১।