মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » গুগলের বিকল্প ফখর সার্চ ইঞ্জিন চালু হচ্ছে ইরানে
গুগলের বিকল্প ফখর সার্চ ইঞ্জিন চালু হচ্ছে ইরানে
গত ২৪ সেপ্টেম্বর ইরান সরকারের পক্ষ থেকে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল’র ইমেইল সেবা জিমেইল বন্ধ করে দেওয়া হয়। তবে পুনরায় ইরানে চালু হয়েছে এই সেবা। জিমেইলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের ভিডিও স্ট্রিমিং সার্ভিস ইউটিউবের উপর নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে স্বীকার করে বক্তব্য দিয়েছেন ইরান সরকারের এক মুখপাত্র। জিমেইল সেবা চালু করে দেওয়া হলেও গুগল সার্চ এবং জিমেইল সেবাকে ফিল্টারিং করা হবে বলেও জানিয়েছে তারা। ইরান সরকারের এক মুখপাত্র তার বক্তব্যে জানিয়েছেন, ‘জনগণের অব্যাহত চাহিদার মুখে জিমেইল এবং গুগলকে চালু করা হলেও এসব সেবা ফিল্টারিং করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই ফিল্টারিং চলতে থাকবে।’ পাশাপাশি গুগল সার্চের বিকল্প হিসেবে স্থানীয়ভাবে তৈরি ‘ফখর সার্চ ইঞ্জিন’ এবং জিমেইলের বিকল্প হিসেবে স্থানীয় ‘ফজর ইমেইল’ সেবাকে খুব দ্রুত সকলের মাঝে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান সরকার। এপি’র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।