সোমবার ● ১ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ প্রস্তুতি নিয়ে সভা
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ প্রস্তুতি নিয়ে সভা
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগ, আইসিটি ক্ষেত্রের সাফল্য ও সক্ষমতা, দেশি-বিদেশি অংশ নেওয়া ব্যক্তিদের সামনে উপস্থাপন করতে আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ শীর্ষক আয়োজনের।
এই আয়োজনের প্রস্তুতি পর্যালোচনা করতে গতকাল রোববার ঢাকার আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুখ মোহাম্মদ, সচিব মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সভায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এর প্রস্তুতিসম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ আয়োজনে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার, কর্মশালা ও গোলটেবিল বৈঠক, নাগরিকসেবা দেওয়ার ক্ষেত্রে সফল উদ্যোগ, প্রযুক্তিপণ্য ও তার সাম্প্রতিক ধারাসম্পর্কিত প্রদর্শনী, বাংলাদেশবিষয়ক উপস্থাপনা থাকবে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস), অ্যাক্সেস টু ইনফরমেশনের (এটুআই) প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ছাড়াও তথ্যপ্রযুক্তি জগতের আলোচিত ব্যক্তিদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আন্তর্জাতিক সম্মেলন ও ডিটিজাল উদ্যোক্তা সম্মেলন আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকবে ডিজিটাল আইডিয়া প্রতিযোগিতা। বিস্তারিত জানা যাবে www.digitalworld. org.bd ঠিকানায়। - এসপিএ