সোমবার ● ১ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » কোডাকের ইংকজেট প্রিন্টার ব্যবসা বন্ধের পরিকল্পনা
কোডাকের ইংকজেট প্রিন্টার ব্যবসা বন্ধের পরিকল্পনা
ইংকজেট প্রিন্টার ব্যবসা বন্ধের কথা ভাবছে আলোকচিত্র জগতের বিখ্যাত প্রতিষ্ঠান কোডাক। গত শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, পরিকল্পনাটি কার্যকর করা হলে আগের ঘোষণার চেয়ে আরও ২শ’র বেশি কর্মী বেশি চাকরি হারাবে। এর আগে প্রতিষ্ঠানটি এক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, বর্তমানে বাজারে থাকা প্রিন্টারগুলো বিক্রির পর আর প্রিন্টার তৈরি করবে না কোডাক। আগামী বছরের প্রথমার্ধের মধ্যে কোডাক আর্থিক অবস্থা উন্নয়নের জন্য চেষ্টা চালাচ্ছে। ইংকজেট প্রিন্টার বিক্রি বন্ধ করলেও বাণিজ্যিক ও প্যাকেজিং প্রিন্টার ব্যবসা চালু রাখবে প্রতিষ্ঠানটি।
নতুন এ সিদ্ধান্তের ফলে কোডাকের আরও ২০০ কর্মী ছাঁটাই হবে। ১৯৮৮ সালে কোডাকের কর্মীসংখ্যা সর্বোচ্চ দেড় লাখে পৌঁছেছিল। এ বছর প্রতিষ্ঠানটি থেকে দুই হাজার ৭০০ কর্মীর চাকরি গেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আরও এক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
নিউইয়র্কের রচেস্টারভিত্তিক কোডাক এ বছরের জানুয়ারিতে দেউলিয়াত্ব থেকে বাঁচতে আইনের আশ্রয় নেয়। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটি আদালতের কাছে নিজেদের ব্যবসা গুছিয়ে নেয়ার জন্য সময় চেয়েছে। সময়সীমা পেরিয়ে গেলে পাওনাদাররা কোডাকের বিরুদ্ধে মামলা করতে পারবে।
নথিভুক্ত হওয়ার পর এখন পর্যন্ত ইস্টম্যান কোডাক অবকাঠামো পুনর্বিন্যাস নিয়ে ব্যস্ত। এ ছাড়া ব্যবসা বিক্রি, কর্মী ছাঁটাই এবং অন্যান্য ব্যয় কমানোর মাধ্যমে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারির আগেই প্রতিষ্ঠানটি আর্থিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এ বছরের শুরুতে কোডাক ডিজিটাল ক্যামেরা, পকেট ভিডিও ক্যামেরা ও ডিজিটাল পিকচার ফ্রেম বানানো বন্ধের ঘোষণা দেয়। একই সময়ে শাটারফ্লাই ইনকরপোরেটেডের কাছে ২ কোটি ৩৮ লাখ ডলারের বিনিময়ে প্রতিষ্ঠানটি কোডাক গ্যালারি বিক্রি করে দেয়। কোডাক গ্যালারি প্রতিষ্ঠানটির অনলাইন ফটোসার্ভিস ব্যবসা।
আগস্টে কোডাক পার্সোনালাইজড ইমেজিং এবং ডকুমেন্ট ইমেজিং ব্যবসা বিক্রির ঘোষণা দেয়। প্রিন্ট ও ব্যবসায়িক সেবার দিকে মনোযোগ দেয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নেয়। কোডাকের ডকুমেন্ট ইমেজিং বিভাগ স্ক্যানার বানানোর পাশাপাশি এ-সম্পর্কিত সফটওয়্যার ও সেবা দেয়।
ঋণ কমাতে সম্প্রতি প্রতিষ্ঠানটি পেটেন্ট বিক্রির ঘোষণা দিয়েছিল। কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় পেটেন্ট বিক্রির কার্যক্রম বন্ধ করে কোডাক।
কোডাকের বক্তব্য অনুযায়ী, ২৩ শতাংশ কর্মী কমার ফলে প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩৪ কোটি ডলারের বেশি সাশ্রয় করতে পারবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা ১৩ হাজার ১০০ করা হবে বলে জানা গেছে।
১৮৮০ সালে আলোকচিত্র জগতের বিখ্যাত প্রতিষ্ঠানটির যাত্রা। ১৯০০ সালে প্রতিষ্ঠানটি বিখ্যাত ব্রাউনি ক্যামেরা বাজারে আনে। শখের আলোকচিত্রীদের কাছে ব্রাউনি ক্যামেরা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ১৯৩৫ সালে উদ্ভাবিত কোডাক্রোম ফিল্ম বিশ্বের প্রথম সফল অ্যামেচার কালার ফিল্ম বলে পরিচিত। কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি আর্থিক লোকসানের শিকার হচ্ছে। ক্যাননের মতো জাপানি প্রতিষ্ঠানগুলোর কাছে ডিজিটাল ফটোগ্রাফিবিষয়ক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি পেরে উঠছে না।