বুধবার ● ৩ আগস্ট ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » এসার আইকনিয়া ট্যাবলেট পিসি
এসার আইকনিয়া ট্যাবলেট পিসি
আইকনিয়া ট্যাব এ ৫০০ এবং ডাব্লিউ ৫০০ মডেল দুটো উইন্ডোজ ও এনড্রয়েড উভয় অপারেটিং সিস্টেম দিয়ে পাওয়া যাচ্ছে। এলুমিনিয়ামের কেসিং আচ্ছাদিত হাই-গোলস্ আউটলুক ও মাত্র ১৩.৩ মি:মি: পুরত্ব বিশিষ্ট আইকনিয়া ট্যাব এ রয়েছে ইউএসবি পোর্ট, মিনি ইউএসবি র্পোট, এইচডিএমআই আউটপুট, মাইক্রো এসডি কার্ড রিডার ও সিস্টেম। আইকনিয়া ট্যাব এ ৫০০ এ আরও যোগ হয়েছে এনভিডিয়া টেগ্রা-২ ডুয়াল কোর প্রসেসর যা ফ্লাশ সাপোর্টেড। এই ট্যাবের এইচ.ডি পিকচার কোয়ালিটি, থ্রি-ডি গেমিং ও মাল্টিমিডিয়া আসাধারণ এক্সপেরিয়েন্স । নিরবিচ্ছিন্ন কমিউনিকেশন এর জন্য স্কাই ক্রস এন্টেনা ও জেডটিই এলটিই ওয়্যারলেস মডিউল রয়েছে। এসার আইকনিয়া ট্যাব এ ৫০০ যা এনড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে, এর দামা রাখা হয়েছে ৪৫,৮০০ টাকা। উইন্ডোস সেভেন হোম প্রিমিয়াম অপারেটিং সিস্টেম দিয়ে আসা আইকনিয়া ট্যাব এর দাম ৫২,৮০০ টাকা। এ সকল পন্যই ইটিএর এর সকল মল ও ইটিএল এর অনুমোদিত রিসেলারের কাছে পাওয়া যাবে। যোগাযোগ: ০১৯১৯ ২২২ ২২২।