রবিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ব্রাজিলে ভিডিও সরিয়ে নিতে বাধ্য হলো ইউটিউব
ব্রাজিলে ভিডিও সরিয়ে নিতে বাধ্য হলো ইউটিউব
মেয়র প্রার্থীকে অবমাননা করে আপলোড করা ভিডিও সরিয়ে ফেলতে বাধ্য হলো ইউটিউব। এর আগে গত সপ্তাহে এর জেরে ব্রাজিলে গুগলের প্রধানকে সাময়িক সময়ের জন্য আটক করেছিল দেশটির পুলিশ। খবর রয়টার্সের।
গত মঙ্গলবার গুগল ব্রাজিলপ্রধান ফাবিও হোসে সিলভা কোয়েলহোকে আটক করার নির্দেশ আদালত থেকে দেয়া হয়। পরদিনই পুলিশ ফাবিও হোসে সিলভা কোয়েলহোকে আটক করে। পরে ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে দিতে হবে- এ শর্ত বিবেচনায় তাকে ছেড়ে দেয়া হয়। আগামী ৭ অক্টোবর ব্রাজিলজুড়ে মেয়র নির্বাচন হওয়ার কথা। মেয়র পদপ্রার্থীদের নিয়ে ঠাট্টা-মশকরা বা অবমাননাকর কোনো কিছু প্রকাশ করা যাবে না বলে দক্ষিণ আমেরিকায় আইন রয়েছে। রেডিও-টেলিভিশনের ক্ষেত্রে এ আইন ব্যাপক কঠোর হলেও ইন্টারনেটের ক্ষেত্রে বিষয়টি এর আগে এতটা গুরুত্বপূর্ণ ছিল না। তবে গুগল ব্রাজিলের বিরুদ্ধে সরকারের অবস্থানের কারণে পরিস্থিতি পাল্টেছে।
গুগল ব্রাজিল ব্লগে কোয়েলহো বলেন, ‘আদালতের কাছে আমরা আইনগতভাবে ভিডিওগুলো বৈধ করতে পারিনি। এ ছাড়া ব্রাজিলের বাসিন্দারা ভিডিওতে আসলে কী রয়েছে, সেটাও হয়তো জানেন না। বিষয়টি নিয়ে আমরা ব্যাপক হতাশ। ভিডিওটি ইউটিউবে আপলোড করা ব্যক্তি তার ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বলে কোয়েলহোর কাছ থেকে জানা গেছে।’
মজার ব্যাপার হলো একই কারণে গুগলকে আগে দুবার আইনি আদেশের মুখে পড়তে হয়েছে। এ মাসের শুরুতে দক্ষিণ ব্রাজিলের পারানা প্রদেশে এক বিচারক একই কারণে গুগলের এক নির্বাহীকে দণ্ডাদেশ দিয়েছিলেন। সেখানকার মেয়র নির্বাচন পদপ্রার্থীদের অবমাননা করে ভিডিও ইউটিউবে আপলোড করায় গুগলের ওই নির্বাহীকে দৈনিক ৫ লাখ ডলার
জরিমানার আদেশ আদালত থেকে দেয়া হয়। পরে উচ্চ আদালত থেকে এ নির্দেশ বাতিল করা হয়েছিল। - এসবিবি