রবিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সি.টি.ও ফোরাম বাংলাদেশ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সি.টি.ও ফোরাম বাংলাদেশ
রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) ফোরাম বাংলাদেশ (www.ctoforumbd.org) । সম্মেলনে সিটিও ফোরাম বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্যসহ নানা বিষয় তুলে ধরেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার ।
তিনি বলেন, গত দুই বছর থেকে সি.টি.ও ফোরাম বিভিন্ন কর্মসূচীর সাথে সম্পৃক্ত থাকলেও আগামী ৬ অক্টোবর, ২০১২ ইং তারিখে একটি জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ফোরাম পূর্ণাঙ্গ ভাবে আত্মপ্রকাশ করবে । তিনি আরও বলেন যে, সি.টি.ও ফোরাম বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদ দের প্রধান সংগঠন হয়ে তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় সাধন করবে । এছাড়াও এই ফোরাম তথ্যপ্রযুক্তি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা আদান প্রদানের লক্ষ্যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা সভা, কর্মশালা, সেমিনার প্রভৃতি নিয়মিত আয়োজন করবে ।এ সময় উপস্থিত ছিলেন জিপি আইটির সিটিও ওয়াসি নোমান, সিটিও ফোরাম বাংলাদেশের সহসভাপতি নাভেদ ইকবাল, মহাসচিব সৈয়দ মাসুদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, তারিক এম বরকতুল্লাহ কোষাধ্যক্ষ ইজাজুল হকসহ অনেকে।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জিপিআইটি এর সি.টি.ও জনাব ওয়াসি নোমান সি.টি.ও ফোরাম বাংলাদেশের সাফল্য কামনা করেন । তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে জিপিআইটি সি.টি.ও ফোরাম বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে ইচ্ছুক ।
সি.টি.ও ফোরাম এর নতুন অস্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি মো. মুসলেহ উদ্দিন, সদস্য মো. শহীদ হোসেন, মো. আতিকুর রহমান, হাসান তানভীর ও মো. সামদাদ তানভীর।