রবিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » উইন্ডোজ ৮ নিয়ে সন্তুষ্ট বিল গেটস
উইন্ডোজ ৮ নিয়ে সন্তুষ্ট বিল গেটস
আগামী মাসে বাজারে আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮। এর প্রাক্কালে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এক সাক্ষাত্কারে বলেন, উইন্ডোজ ৮ ব্যবহার করে তিনি সন্তুষ্ট।
যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে ধনী হিসেবে আখ্যা পাওয়া বিল গেটস অপারেটিং সিস্টেমটিকে খুবই আকর্ষণীয় হিসেবে উল্লেখ করে বলেন, মাইক্রোসফটের ইতিহাসে অপারেটিং সিস্টেমটির উন্মোচন খুবই গুরুত্বপূর্ণ।
গেটস এপিকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি নতুন অপারেটিং সিস্টেম নিয়ে অত্যন্ত খুশি।’
বর্তমানে স্মার্টফোন ও ট্যাবলেটের বিক্রি বাড়ায় পিসির বিক্রি ক্রমেই কমছে। বেশির ভাগ পিসিতেই ব্যবহূত হয় মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম। পিসির দিকে ব্যবহারকারীদের দৃষ্টি ফেরাতে এটি মাইক্রোসফটের পাশাপাশি হার্ডওয়্যার নির্মাতাদের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এ বিষয়ে উত্সাহব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান গেটস। তার ভাষায়, হার্ডওয়্যার অংশীদাররা এ অপারেটিং সিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে উন্নত মানের পিসি তৈরি করছে।
আগামী মাসের ২৬ তারিখ মাইক্রোসফট উইন্ডোজ ৮ বাজারে ছাড়বে। একই দিনে ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন একটি সংস্করণও বাজারে ছাড়া হবে বলে তিনি জানান।
মাইক্রোসফটের বিবৃতি অনুযায়ী, নতুন অপারেটিং সিস্টেমটি বাজারে আসার পর উইন্ডোজ ৭ এর বদলে উইন্ডোজ ৮ সব নতুন পিসিতে থাকবে। এ অপারেটিং সিস্টেমটি ট্যাবলেট, কম্পিউটার এবং স্মার্টফোন- তিন ধরনের ডিভাইসেই ব্যবহার করা যাবে।
সাক্ষাত্কারে উইন্ডোজ ৮ নিয়ে আলোচনার পাশাপাশি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কার্যক্রম নিয়েও তিনি কথা বলেন। এপিকে দেয়া সাক্ষাত্কারে গেটস উইন্ডোজ ৮ সম্পর্কে নানান জবাব দেন। এ ছাড়া এ সময় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পোলিও নির্মূলে বিশ্বব্যাপী প্রচারণা সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়।