শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » গ্যালাক্সি নোট টু বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী স্যামসাং
গ্যালাক্সি নোট টু বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী স্যামসাং
আইফোন ফাইভের বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও স্যামসাংয়ের গ্যালাক্সি নোট টু বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এ ছাড়া ডিভাইসটি এর পূর্বসূরি গ্যালাক্সি নোটের চেয়ে জনপ্রিয় হবে বলে মনে করছে স্যামসাং। গত বৃহস্পতিবার এটি দক্ষিণ কোরিয়ার বাজারে ছাড়া হয়েছে। খবর বিজনেস উইকের।
স্যামসাংয়ের মোবাইল বিজনেস শাখাপ্রধান জেকে শিনের বক্তব্য অনুযায়ী, গ্যালাক্সি নোটের তুলনায় তিন গুণ বেশি বিক্রি হবে গ্যালাক্সি নোট টু। বিশ্বের ১২৮টি দেশের ২৬০ সেলফোন অপারেটর ডিভাইসটি বিক্রি নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি নামের অধীনে গুগল অ্যান্ড্রয়েড ওএস চালিত বেশ কয়েকটি ডিভাইস বের করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের পাশাপাশি গ্যালাক্সি নোটও বিক্রি করছে। গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি চলতি বছর অ্যাপলকে সরিয়ে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান হয়। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের স্মার্টফোন বাজারের ৩৫ শতাংশ স্যামসাংয়ের দখলে ছিল। বিপরীতে অ্যাপলের বাজার দখলের পরিমাণ ছিল ১৮ শতাংশ। স্ট্র্যাটেজি অ্যানালিটিকস নামে একটি বাজার গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে জানা গেছে এ তথ্য।
গ্যালাক্সি নোট টুর সঙ্গেও ডিজিটাল কলম দিচ্ছে স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি নোট বাজারে আসার পর ১ কোটি ইউনিটের অধিক বিক্রি হয়েছিল। এর ফলে অ্যাপলকে সরিয়ে চলতি বছর বিশ্বের স্মার্টফোন বাজারের এক নম্বর আসন স্যামসাং দখল করে।
গত মাসে জার্মানির বার্লিনে আইএফএ কনজিউমার ইলেকট্রনিকস মেলায় গ্যালাক্সি নোট টু উন্মোচন করে স্যামসাং। ডিভাইসটির ৫ দশমিক ৫ ইঞ্চি পর্দা রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে গুগল অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলিবিন নোট টুতে ব্যবহার করা হয়েছে।
এদিকে পেটেন্ট নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে আইনি লড়াই চলছে। গত ২৪ আগস্ট এক মামলায় যুক্তরাষ্ট্রের আদালতের রায় অ্যাপলের পক্ষে যায়। আদালত স্যামসাংকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়। এ হিসেবে অ্যাপলকে স্যামসাংয়ের ১০৫ কোটি ডলার দিতে হবে।
আরেক মামলায় স্যামসাংয়ের সর্বশেষ স্মার্টফোন মডেল গ্যালাক্সি এসথ্রি তৈরিতেও পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ করেছে অ্যাপল। পেন্টেট লড়াই তীব্রতর হলেও দুটি প্রতিষ্ঠানই নতুন নতুন ডিভাইস বাজারে আনছে। সম্প্রতি অ্যাপলের আইফোন ফাইভ বাজারে এসেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বাজারে আসার প্রথম তিন দিনেই ৫০ লাখের বেশি আইফোন ৫ বিক্রি হয়েছে।