বৃহস্পতিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আন্তবিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা
আন্তবিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এসএসইউ) ‘কম্পিউটার ক্লাব’ আয়োজিত মাসব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় আইসিটি ইনোভেশন কোয়েস্ট ২০১২-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আবদুস সাত্তার, এনএসইউ চেয়ারম্যান এম এ কাসেম, রবির ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর, এনএসইউ কম্পিউটার ক্লাবের শিক্ষক উপদেষ্টা রাশেদুর রহমানসহ অনেকে।
প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল ভ্রমণ ও স্বাস্থ্যকে প্রযুক্তির মাধ্যমে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা খুঁজে বের করা। প্রতিযোগিতায় ২৫টির অধিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম অপটিমাস দল এবং রানার্সআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল লাইটিনিং অ্যাটিভিস্ট দল।