বৃহস্পতিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আজ গুগলের ১৪তম জন্মদিন
আজ গুগলের ১৪তম জন্মদিন
আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১৪ তম জন্মদিন পালন করছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত গুগল। জন্মদিন উপলক্ষে গুগলের হোমপেজে চমত্কার একটি ডুডল শোভা পাচ্ছে।
জন্মদিন উপলক্ষে হোমপেজে একটি চকোলেট কেকের ডুডল তৈরি করেছে গুগল কর্তৃপক্ষ। এ ডুডলটির নীচে ১৪ টি মোমবাতি টালি করে সাজিয়ে রাখা হয়েছে। গুগল লেখাটি চকলেট কেকের ওপর ফুটে উঠেছে। কেকটির ওপর ক্লিক করলে গুগলের বিভিন্ন সেবা সংশ্লিষ্ট তথ্য দেখাচ্ছে।
গুগলের জন্মদিন নিয়ে নানা বিতর্ক রয়েছে। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল ইনকরপোরেশন হিসেবে প্রতিষ্ঠার পর থেকে ২০০৫ সাল পর্যন্ত গুগলের জন্মদিন পালন করা হত ৭ সেপ্টেম্বর। তবে ২০০৫ সালের পর থেকে ২৭ সেপ্টেম্বর গুগলের জন্মদিন পালন করার সিদ্ধান্ত নেন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।