বৃহস্পতিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পেনড্রাইভ এর বিকল্প জিমেইল ড্রাইভার
পেনড্রাইভ এর বিকল্প জিমেইল ড্রাইভার
ফাইল বিনিময়ের অন্যতম মাধ্যম পেনড্রাইভ। তবে সব সময় কাছে রাখার ঝামেলা এড়াতে পেনড্রাইভের বিকল্প হতে পারে জিমেইল ড্রাইভার। যেখানে ইন্টারনেট সুবিধা আছে সেখানে ফাইল নেওয়ার জন্য আর পেনড্রাইভের ওপর নির্ভর করতে হবে না। পিসির ড্রাইভগুলোর ভার্চুয়াল ড্রাইভ বা অনলাইন ড্রাইভ যুক্ত করার উপযোগী সফটওয়্যার জিমেইল ড্রাইভার। এতে জিমেইল আইডির পুরো জায়গাকে পিসির ফাইলপত্র জমা রাখার কাজে ব্যবহার করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করে ই-মেইল আইডিতে লগ-ইন করলে অন্যসব ড্রাইভের পাশে বাড়তি একটা ড্রাইভ দেখা যাবে। যেখান থেকে ডেস্কটপের মতোই ইচ্ছে মতো নতুন ফোল্ডার তৈরি করা কিংবা কপি পেস্ট করা যাবে। ফলে অনলাইন আর্কাইভ আকারে ব্যবহারের জন্য কম করে হলেও ৬ গিগাবাইট পরিমাণ জায়গা বিনামূল্যে পাওয়া যাবে। পাশাপাশি এটি প্রতি মুহূর্তে নতুন ই-মেইল আসার বার্তা জানিয়ে দেবে। মাত্র ৩৭৩ কিলোবাইট সাইজের সফটওয়্যারটি উইন্ডোজের যে কোনো সংস্করণ সমর্থন করে। ডাউনলোড ঠিকানা :http://bit.ly/5SEMZ