বৃহস্পতিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » অক্টোবরে উন্মোচিত হচ্ছে উইন্ডোজ ৮
অক্টোবরে উন্মোচিত হচ্ছে উইন্ডোজ ৮
।। হ আমিনুর রহমান।। উইন্ডোজ ৮ সমর্থিত বেশকিছু স্মার্ট ডিভাইস ইতিমধ্যে বাজারে এসেছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেনি মাইক্রোসফটের এই বহুল আলোচিত সর্বশেষ অপারেটিং সিস্টেম। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই নতুন অতিথি আগামী মাসে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। স্পর্শকাতর ডিভাইসের কথা মাথায় রেখে এবারের উইন্ডোজকে সাজানো হয়েছে নতুনভাবে। মাইক্রোসফট ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের এই প্রকল্প নিয়ে স্বপ্ন দেখছে সফটওয়্যার জায়ান্টরাও। ত্রুটিমুক্ত উইন্ডোজ ৮ উপহার দিতে কয়েক মাসের ব্যবধানে ছাড়া হয় দুটি প্রাক-সংস্করণ। এদিকে মাইক্রোসফট অফিস অবমুক্তকরণের অল্প সময়ের মধ্যে উইন্ডোজ ৮ প্রকাশকে ভালো চোখে দেখছেন না অনেক বিশ্লেষক। আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান গাটনার প্রধান মিখায়েল সিলভারের মতে, মাইক্রোসফটের আয়ের বিরাট অংশ আসে অফিস এবং উইন্ডোজ থেকে। ফলে উভয় সফটওয়্যারের নতুন সংস্করণের সাফল্যের ওপর নির্ভর করছে মাইক্রোসফটের ভবিষ্যৎ। ট্যাবলেট এবং স্মার্টফোনের দাপটে বাজার হারাচ্ছে ডেস্কটপ কম্পিউটার। ফলে বহনযোগ্য ডিভাইসে মাইক্রোসফটের নতুন উইন্ডোজ কতটা সফলতা পাবে তারও দেখার অপেক্ষা করছে বিশ্ব। তবে উইন্ডোজ ৮ কে ট্যাবলেটবান্ধব করার মাধ্যমে গুগলের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস যে বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়বে তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝিতে বাজারে আসতে পারে উইন্ডোজ ৮।