বুধবার ● ২৬ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » জর্ডানেও ইউটিউবের বিতর্কিত লিংক বন্ধ
জর্ডানেও ইউটিউবের বিতর্কিত লিংক বন্ধ
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ‘ইনোসেন্স অব মুসলিম’-এর লিংকগুলো জর্ডানের ইউটিউব থেকে অপসারণ করবে। সরকারের অনুরোধের পর গুগল রাজি হয়েছে বলে জানান জর্ডানের তথ্যপ্রযুক্তিমন্ত্রী আতিফ তেল। খবর এএফপির।
গত শনিবার তিনি বলেন, ‘আমাদের দেশের ইউটিউবে যাতে বিতর্কিত লিংকগুলো দেখা না যায়, সে জন্য আমরা গুগলকে অনুরোধ করেছি। এ বিষয়ে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি।’
গুগল লিংকগুলো অপসারণে সম্মত হলেও গত রোববার সেগুলো দেখা যাচ্ছিল বলে জানান বার্তা সংস্থা এএফপির জর্ডান প্রতিনিধি। স্বল্প বাজেটের সিনেমাটি ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুসলিম বিশ্বে এ নিয়ে ব্যাপক আন্দোলন ও বিক্ষোভ হয়। এর রেশ ধরে নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ।
বিশ্বের ২০টিরও বেশি দেশে এ চলচ্চিত্র ঘিরে ঘটা সহিংসতায় ন্যূনতম ৩০ জন নিহত হন। ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগলকে এরপর গত বুধবার মুসলিম দেশগুলো থেকে ইউটিউবের লিংকগুলো বন্ধের বিষয়ে জানায়। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সৌদি আরবে লিংকগুলো বন্ধ করে দেয়া হয়েছে। - এসবিবি