বুধবার ● ২৬ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » গুগল ও জিমেইলকে নিষিদ্ধ করল ইরান
গুগল ও জিমেইলকে নিষিদ্ধ করল ইরান
গুগলের জিমেইলকে নিষিদ্ধ করল ইরান। গত সোমবার দেশটির সরকার এ সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, ইরানের সার্চ ইঞ্জিন গুগল ডটকমও বন্ধ করে দেয়া হয়েছে। খবর এবিসি নিউজের।
ইরানের এক সরকারি কর্মকর্তা আবদুল সামাদ খোরামাবাদি ইরানের জনগণের কাছে সেলফোনে মেসেজ পাঠিয়ে বিষয়টি অবগত করেন। মেসেজে লেখা হয়, জনগণের ইচ্ছার কারণে গুগল ও জিমেইল বন্ধ রাখা হলো। পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে।
এ বিষয়ে গুগল এখনো কিছু জানায়নি। তেহরানের জনগণ এএফপিকে জানিয়েছে, ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) সফটওয়্যার ব্যবহার না করে সরাসরি গুগল অথবা জিমেইলে প্রবেশ সম্ভব হচ্ছে না। ভিপিএন সাধারণত অনলাইনপ্রেমীরা সেন্সরশিপ এড়াতে ব্যবহার করে।
ইরানের বিভিন্ন ব্যবসায়ীরা বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য আদান-প্রদানে জিমেইল ব্যবহার করে। এ অবস্থায় বিকল্প কোন পদ্ধতিতে ই-মেইল যোগাযোগ রক্ষা করা হবে, এ বিষয়ে দেশটির সরকার কিছু জানায়নি।
এর আগে গত মার্চে সংসদীয় নির্বাচনের সময় দেশটিতে সাময়িকভাবে গুগল ও জিমেইল বন্ধ করা হয়েছিল। এ ছাড়া ২০০৯ সালের মাঝামাঝি সময় থেকে দেশটিতে ইউটিউব বন্ধ হয়ে যায়। ওই সময়ে নির্বাচনে কারচুপির অভিযোগ করে ইউটিউবে বিভিন্ন বক্তব্য ছড়ানোর পরই দেশটিতে সাইটটি বন্ধ করে দেয়া হয়।
গুগল ছাড়াও দেশটিতে সামাজিকমাধ্যম ফেসবুক ও টুইটার মাঝেমধ্যে বন্ধ রাখা হয়। বর্তমানে দেশটি নিজস্ব ইন্ট্রানেট ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে। দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ ব্যবস্থা হবে আরও দ্রুত ও নিরাপদ।