![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » টেকনোবিডিতে ১০ দিনব্যাপী এসইও প্রশিক্ষণ
টেকনোবিডিতে ১০ দিনব্যাপী এসইও প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেকনোবিডি আগামী ২রা অক্টোবর থেকে এসইও এর ওপর নিজস্ব ট্রেনিং ফ্যাসিলিটিতে ১০ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। এসইও ট্রেনিং এর মাধ্যমে জানতে পারবেন কিভাবে একটি ব্লগ বানিয়ে অথবা ওয়েবসাইট টিকে অপটিমাইজ করে র্যাংকিং এ সবার আগে আনা যায় এবং ফেইসবুক অথবা অন্যান্য পেইজ এর মাধ্যমে আর্নিং পদ্ধতি কি! এসইও কর্মশালাটি পরিচালনা করবেন ফ্রিল্যান্সিং পুরস্কার বিজয়ী আল-আমিন চৌধুরী। এছাড়াও টেকনোবিডিতে ২রা অক্টোবর হতে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আইফোন আ্যপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ের ওপর ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭৫০০০০৩২৮, ৯১২৬৩৮৫ এবং ভিজিট করুন http://www.technobdtraining.com|