সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আসুসের আইসকুল প্রযুক্তির মাল্টিমিডিয়া ল্যাপটপ
আসুসের আইসকুল প্রযুক্তির মাল্টিমিডিয়া ল্যাপটপ
বিশ্বখ্যাত আসুসের এ৪৪এইচআর মডেলের নতুন ল্যাপটপ বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। ল্যাপটপটিতে রয়েছে আইসকুল প্রযুক্তি, যা এর সব কম্পোনেন্টগুলোকে ঠান্ডা রাখে। এজন্য দীর্ঘক্ষণ ব্যবহারেও ল্যাপটপের ক্ষতি হয় না। ২.৩ গিগাহার্জ গতির ২য় প্রজন্মের ইন্টেল কোরআই-থ্রি প্রসেসরের এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল এইচএম৬৫ চিপসেট, ২জিবি ডিডিআর-থ্রি র্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, এএমডি রেডিয়ন চিপসেটের ১জিবি ভিডিও মেমোরীর গ্রাফিক্স, ১৪ ইঞ্চির ডিসপ্লে, এইচডি অডিও, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, মেমোরী কার্ড রিডার, ১টি এইচডিএমআই, ১টি ভিজিএ পোর্ট প্রভৃতি। নতুন এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে ৪৪,৫০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৪২, ৯১৮৩২৯১।