সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৬, ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » পিসির বাজার চাঙ্গা করতে এইচপির উদ্যোগ
প্রথম পাতা » আইসিটি আপডেট » পিসির বাজার চাঙ্গা করতে এইচপির উদ্যোগ
৬২২ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসির বাজার চাঙ্গা করতে এইচপির উদ্যোগ

পিসির বাজার চাঙ্গা করতে এইচপির উদ্যোগমন্দায় থাকা পিসি বাজারে সুদিন ফিরিয়ে আনতে সুন্দর ও দৃষ্টিনন্দন পিসি তৈরি করবে শীর্ষ পিসি নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড (এইচপি)। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মেগ হুইটম্যান ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাত্কারে এ তথ্য জানান। খবর দ্য রেজিস্টারের।
সাক্ষাত্কারে হুইটম্যান বলেন, ‘আমার মনে হয় না সাম্প্রতিক সময়ে আমরা পিসির বাজারে কোনো নতুনত্ব আনতে পেরেছি। ইলেকট্রনিকসের বাজারে এখন সৌন্দর্য ও উদ্ভাবনের চর্চা প্রয়োজন।’

বেশির ভাগ পিসি নির্মাতা প্রতিষ্ঠানই বর্তমানে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত প্রান্তিকে শীর্ষ পিসি নির্মাতা প্রতিষ্ঠান এইচপির রাজস্ব কমেছে ১০ শতাংশ। অবশ্য ম্যাক বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাপল রয়েছে ভিন্ন অবস্থায়। বিলাসবহুল ম্যাক বিক্রি ক্রমেই বাড়ছে প্রতিষ্ঠানটির।
পিসির বাজারে ক্রেতাদের রুচিতেও পরিবর্তন এসেছে বলে মনে করেন এইচপির পিসি বিভাগের প্রধান টড ব্রাডলি। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, মানুষ এখন দামের চেয়ে বেশি দেখে যন্ত্রের সৌন্দর্য। তারা এমন কিছু কিনতে চায়, যা নিয়ে তারা গর্ব করতে পারে।
এইচপির পিছিয়ে পড়ার আরও একটি কারণ হিসেবে হুইটম্যান বলেন, ‘করপোরেট ক্রেতার কাছে এইচপি এখন আর পছন্দনীয় নয়। এর মূল কারণ নকশা। এ কারণে আমি প্রতিষ্ঠানটিতে যোগ দেয়ার পরই করপোরেট ল্যাপটপ তৈরির ক্ষেত্রে জোর দিয়েছি। এভাবে আমি এ বাজারে এগিয়ে যাওয়ার একটি ভিত্তি পেয়েছি।’
পিসি ব্যবসা উত্তরণের জন্য মেগ হুইটম্যান এইচপির পিসি বিভাগ পুনর্গঠন করেন। হুইটম্যান একটি পিসি নকশাকারী দল গঠন করেন। এ বিভাগে তিনি নিয়োগ দেন ৩০ কর্মী। এর দায়িত্বে আছেন এইচপির নকশাকার স্টেসি উলফ।

উলফের মতে, এইচপি নতুন পিসি ও ল্যাপটপ তৈরিতে সৌন্দর্যের দিকে জোর দিচ্ছে, যা অ্যাপলের পণ্যের মূল বৈশিষ্ট্য। তাছাড়া এগুলোয় যোগ করা হবে নতুন কিছু সুবিধা।

সবকিছুতে অ্যাপলকে অনুসরণ করার চেষ্টা ভালো ফল বয়ে নিয়ে আসে না। স্যামসাংই এর সবচেয়ে বড় উদাহরণ। অ্যাপলের সঙ্গে তাল মেলাতে গিয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটিকে পেটেন্ট লঙ্ঘনের দায়ে গুনতে হবে ১০৫ কোটি ডলার।
পিসির বাজারে গ্রাহক টানতে এইচপির পাশাপাশি কাজ করছে অন্যান্য প্রতিষ্ঠানও। ইন্টেল পুরো ল্যাপটপ বাজারে পরিবর্তন আনার চেষ্টা করছে। আল্ট্রাবুক দিয়ে বাজারে নতুনত্ব আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

এসবের পাশাপাশি আরও একটি সমস্যাও রয়েছে এইচপির। সর্বশেষ প্রান্তিকে অ্যাপল যে কয়টি ম্যাকবুক বিক্রি করেছে, তার সোয়া চার গুণ বেশি আইপ্যাড বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। আইফোন বিক্রি করেছে এর সাড়ে ছয় গুণ। স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে চাহিদা বাড়ার কারণে পিসি বিক্রি ক্রমেই কমছে। কিন্তু এ বাজারে এখনো ভালো করতে পারছে না এইচপি।

গুজব রয়েছে গ্রাহকদের জন্য এইচপি ট্যাবলেট নিয়ে আসতে পারে। মেগ হুইটম্যান জানিয়েছেন, তারা স্মার্টফোনের বিষয়েও কাজ করছেন। মূল সমস্যা হলো এ দুই বাজারে আসতে অনেক দেরি করে ফেলেছে এইচপি। পিসি-পরবর্তী যুগের ট্রেনটি এখনো প্রতিষ্ঠানটি ধরতে পারেনি। এ কারণে যতই নতুন ও আকর্ষণীয় মডেলের পিসি এবং ল্যাপটপ আনুক না কেন, সবসময়ই অন্যদের তুলনায় এইচপি এক বছর পিছিয়ে থাকবে বলে মনে করে ওয়াল স্ট্রিট জার্নাল।-SBB



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মেডিকেল প্রফেশনালদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু
দেশে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০২৪
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু