বুধবার ● ৩ আগস্ট ২০১১
প্রথম পাতা » সম্পাদকীয় » কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সেবা বেসিস সদস্যদের পাশাপাশি ফ্রি-ল্যান্সারদের সুবিধা দেওয়া উচিত
কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সেবা বেসিস সদস্যদের পাশাপাশি ফ্রি-ল্যান্সারদের সুবিধা দেওয়া উচিত
বেসিস-ব্র্যাক ব্যাংক কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বেসিস সদস্যদের জন্য ব্র্যাক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এ বিশেষ ক্রেডিট কার্ডের মাধ্যমে বেসিস সদস্যরা বৈদেশিক মুদ্রায় অনলাইনে ডোমেইন ক্রয়, সার্ভার হোস্টিং, সফটওয়্যার লাইসেন্স ক্রয় ইত্যাদির বিল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ সার্কুলারে মাধ্যমে বেসিস সদস্যদের জন্য এ বিশেষ কার্ডের অনুমোদন দেয়া হয়। এ কার্ড প্রত্যেক বেসিস সদস্য কোম্পানির জন্য একটি করে ইস্যু করা হবে এবং এর মাধ্যমে কেবল সুনির্দিষ্ট কারণে বিল অনলাইনে পরিশোধ করা যাবে।
ক্রেডিট কার্ডের মাধ্যমে বেসিস সদস্যদের জন্য অনলাইনে বছরে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত সুনির্দিষ্ট খাতে ব্যয় করার বিষয়টি ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অদূর ভবিষ্যতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে উপার্জনকৃত অর্থ যাতে অনলাইন অ্যাকাউন্ট ‘পে-পল’ এর মাধ্যমে আনা যায় সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে ।
এটি একটি ভাল উদ্যোগ ৷কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড সেবা বেসিস সদস্যদের পাশাপাশি ফ্রি-ল্যান্সারদের সুবিধা দেওয়া উচিত