বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » গেমিং প্রতিযোগিতায় প্রতিযোগী সংখ্যার বিশ্বরেকর্ড
গেমিং প্রতিযোগিতায় প্রতিযোগী সংখ্যার বিশ্বরেকর্ড
যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গেমিং প্রতিযোগিতা প্রতিযোগী সংখ্যার হিসাবে বিশ্বরেকর্ড গড়েছে। গেমস জ্যাম নামে আয়োজিত এ প্রতিযোগিতায় ৩২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। খবর বিবিসি টেকনোলজির।
গেমিং প্রতিযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিও গেম ডেভেলপারদের গেম বানাতে হয়। যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট এবং ট্রেইন টু গেম নামে একটি অনলাইন লার্নিং সার্ভিস এই প্রতিযোগিতার আয়োজন করে। উইন্ডোজ প্লাটফর্মের উপযোগী গেম বানানোর জন্য এর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বেশির ভাগ ট্রেইন টু গেমের গেমিং কোর্সগুলোর শিক্ষার্থী। তারা দলগতভাবে কাজ করে ৪১টি গেম তৈরি করে। এ কাজে তাদের ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছিল।
এ সম্পর্কে ট্রেইন টু গেমের কোর্স লিডার মায়রা স্মলম্যান বলেন, গেম ডেভেলপারদের কেউই বিশ্রাম নেয়নি। গেমিংয়ের ব্যাপারে সবসময় উত্সাহ দেয়া উচিত।
এ সম্পর্কে টিগার প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড উইলসন বলেন, যুক্তরাজ্য এখন গেমস জ্যাম আয়োজনে বিশ্বরেকর্ডধারী। গেমিং শিল্পের জন্য এ এক অসামান্য অর্জন। এতজন গেম ডেভেলপার এর আগে কোনো প্রতিযোগিতায় অংশ নেয়নি। স্বল্প সময়ে তারা যে কয়টি গেম বানিয়েছে, তা এমনি সময়ে বানাতে কয়েক মাসেরও বেশি সময় লাগে।