মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » পিসিওয়ার্ল্ডের চোখে সেরা ১০টি ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার
পিসিওয়ার্ল্ডের চোখে সেরা ১০টি ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার
বিখ্যাত পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন ২০১২ সালের সেরা ১০টি ইন্টারনেট সিকিউরিটি সফওয়্যারের নামের তালিকা প্রকাশ করেছে। বর্তমান সময়ে ইন্টারনেট সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের ব্যবহারকারীরাও তা থেকে মুক্ত নয়। তাই পাঠকদের জন্য সেই তালিকাটি প্রকাশ করা হলো।
১. জি-ডাটা ইন্টারনেট সিকিউরিটি ২০১২
এটার ইউজার ইন্টারফেস যদিও ততটা ভালো নয়, তবুও পারফরম্যান্সের দিক দিয়ে ২০১২ সালের সবচেয়ে সেরা ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার হিসেবে এই পণ্যটি জায়গা করে নিয়েছে।
২. নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২
পিসিওয়ার্ল্ডের মতে, সিম্যানটেকের নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ সফটওয়্যারটি আপনার পিসিকে পুরোপুরি নিরাপদ রাখবে। এবং এটি ব্যবহার করা বেশ সহজ।
৩. বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ২০১২
নতুন এবং পুরনো ব্যবহারকারী উভয়ের জন্যই এটি একটি ভালো পণ্য। এটি ব্যবহার করাও অনেক সহজ। তবে দামটা বেশ বেশি-৩৭.৯৫ ডলার থেকে শুরু।
৪. কাসপারস্কি ল্যাব ইন্টারনেট সিকিউরিটি ২০১২
এই সফটওয়্যারটি ইন্টারেনেটের বিভিন্ন রকমের আক্রমণ চিহ্নিত করতে এবং প্রতিহত করতে বেশ ভালো কাজ দেয়। তবে এটা আরও দ্রুত গতির হতে পারত, যা হয়নি।
৫. ট্রেন্ড মাইক্রো টিটানিয়াম ইন্টারনেট সিকিউরিটি ২০১২
যদিও এই পণ্যটি তালিকায় মাঝের দিকে চলে এসেছে, তবুও বলতে হবে এটা ব্যবহার করা খুবই সহজ। সাধারণ মানুষের জন্য এটা চালানো এবং কনফিগার করার খুব একটা ঝামেলা নেই।
৬. অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ৬
ইন্টারনেটে ম্যালওয়্যার ঠেকানোর জন্য এই সফটওয়্যারটি খুব কাজের।
৭. ইসেট স্মার্ট সিকিউরিটি ৫
এই সফটওয়্যারটির দাম অনেক বেশি-শুরু হয় ৬৭.৭০ ডলার থেকে। তবে এটি খুব শক্তিশালী একটি সিকিউরিটি সফটওয়্যার।
৮. এফ-সিকিউর ইন্টারনেট সিকিউরিটি ২০১২
নতুন ভার্সনটি আপনার পিসিকে নিরাপদ রাখার জন্য যথেষ্ট। তবে মাঝে মাঝে এটা আপনার পিসিকে বসিয়ে দিতে পারে।
৯. এভিজি ইন্টারনেটে সিকিউরিটি ২১২
এই সফটওয়্যারটিও আপনার পিসিকে নিরাপদ রাখতে পারবে। তবে পিসিওয়ার্ল্ডের ল্যাব টেস্টে খুব একটা ভালো দক্ষতা দেখাতে পারেনি।
১০. চেক পয়েন্ট জোন-এলার্ম এক্সট্রিম সিকিউরিটি ২০১২
এই সফটওয়্যারটিও ভালো। তবে এটাও আপনার পিসিকে বসিয়ে দিতে পারে।