সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » পিসিওয়ার্ল্ডের চোখে সেরা ১০টি ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার
প্রথম পাতা » আইসিটি আপডেট » পিসিওয়ার্ল্ডের চোখে সেরা ১০টি ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার
৫৭৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসিওয়ার্ল্ডের চোখে সেরা ১০টি ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার

পিসিওয়ার্ল্ডের চোখে সেরা ১০টি ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ,ইন্টারনেট সিকিউরিটিবিখ্যাত পিসি ওয়ার্ল্ড ম্যাগাজিন ২০১২ সালের সেরা ১০টি ইন্টারনেট সিকিউরিটি সফওয়্যারের নামের তালিকা প্রকাশ করেছে। বর্তমান সময়ে ইন্টারনেট সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের ব্যবহারকারীরাও তা থেকে মুক্ত নয়। তাই পাঠকদের জন্য সেই তালিকাটি প্রকাশ করা হলো।

১. জি-ডাটা ইন্টারনেট সিকিউরিটি ২০১২
এটার ইউজার ইন্টারফেস যদিও ততটা ভালো নয়, তবুও পারফরম্যান্সের দিক দিয়ে ২০১২ সালের সবচেয়ে সেরা ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার হিসেবে এই পণ্যটি জায়গা করে নিয়েছে।

২. নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২
পিসিওয়ার্ল্ডের মতে, সিম্যানটেকের নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১২ সফটওয়্যারটি আপনার পিসিকে পুরোপুরি নিরাপদ রাখবে। এবং এটি ব্যবহার করা বেশ সহজ।

৩. বিটডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি ২০১২
নতুন এবং পুরনো ব্যবহারকারী উভয়ের জন্যই এটি একটি ভালো পণ্য। এটি ব্যবহার করাও অনেক সহজ। তবে দামটা বেশ বেশি-৩৭.৯৫ ডলার থেকে শুরু।

৪. কাসপারস্কি ল্যাব ইন্টারনেট সিকিউরিটি ২০১২
এই সফটওয়্যারটি ইন্টারেনেটের বিভিন্ন রকমের আক্রমণ চিহ্নিত করতে এবং প্রতিহত করতে বেশ ভালো কাজ দেয়। তবে এটা আরও দ্রুত গতির হতে পারত, যা হয়নি।

৫. ট্রেন্ড মাইক্রো টিটানিয়াম ইন্টারনেট সিকিউরিটি ২০১২
যদিও এই পণ্যটি তালিকায় মাঝের দিকে চলে এসেছে, তবুও বলতে হবে এটা ব্যবহার করা খুবই সহজ। সাধারণ মানুষের জন্য এটা চালানো এবং কনফিগার করার খুব একটা ঝামেলা নেই।

৬. অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ৬
ইন্টারনেটে ম্যালওয়্যার ঠেকানোর জন্য এই সফটওয়্যারটি খুব কাজের।
৭. ইসেট স্মার্ট সিকিউরিটি ৫
এই সফটওয়্যারটির দাম অনেক বেশি-শুরু হয় ৬৭.৭০ ডলার থেকে। তবে এটি খুব শক্তিশালী একটি সিকিউরিটি সফটওয়্যার।

৮. এফ-সিকিউর ইন্টারনেট সিকিউরিটি ২০১২
নতুন ভার্সনটি আপনার পিসিকে নিরাপদ রাখার জন্য যথেষ্ট। তবে মাঝে মাঝে এটা আপনার পিসিকে বসিয়ে দিতে পারে।

৯. এভিজি ইন্টারনেটে সিকিউরিটি ২১২
এই সফটওয়্যারটিও আপনার পিসিকে নিরাপদ রাখতে পারবে। তবে পিসিওয়ার্ল্ডের ল্যাব টেস্টে খুব একটা ভালো দক্ষতা দেখাতে পারেনি।

১০. চেক পয়েন্ট জোন-এলার্ম এক্সট্রিম সিকিউরিটি ২০১২
এই সফটওয়্যারটিও ভালো। তবে এটাও আপনার পিসিকে বসিয়ে দিতে পারে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন ২০২৫’ শুরু
২০২৫ সালের সাইবার হামলার ঝুঁকি ও সাপ্লাই চেইন হুমকি বিশ্লেষণ করেছে ক্যাসপারস্কি
নতুন বছরে ইনফিনিক্স হট ৫০ স্মার্টফোনে ছাড়
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ নিয়ে ভয়েস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভিভো এক্স২০০ এ চলছে প্রি-অর্ডার, থাকছে অফার
উইকিপিডিয়া কীভাবে পরিচালিত হয়, কতটা নির্ভরযোগ্য এর তথ্য?
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ মানুষকে বোকা বানানোর অপচেষ্টা: টিআইবি
নতুন বছরে অনার বাংলাদেশের মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার
অরেঞ্জ ক্লাব পার্টনারদের নিয়ে বাংলালিংকের ‘২০২৪ উইন্টার ফেস্ট’
ড্যাফোডিল কম্পিউটার্সের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত