মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আসুসের নতুন ডেস্কটপ পিসি নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড
আসুসের নতুন ডেস্কটপ পিসি নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড
বিশ্বখ্যাত আসুসের বিএম৬৮২০ মডেলের নতুন কর্মাশিয়ার সিরিজের ডেস্কটপ পিসি বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। ইন্টেল এইচ৬১ চিপসেটের এই পিসিটিতে রয়েছে ৩.৩০ গিগাহার্জ গতির ইন্টেল ২য় প্রজন্মের কোরআই-৩ প্রসেসর, যার ক্যাশ মেমোরী ৩ মেগা বাইট। মাল্টিমিডিয়া এ্যাপ্লিকেশনগুলো স্বাচ্ছন্দ্যে চালানোর জন্য এই পিসিটিতে রয়েছে ২জিবি ডিডিআর-৩ র্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান, ৮-চ্যানেল অডিও। ১০০ ভাগ সলিড ক্যাপসিটরের এই পিসির মাদারবোর্ডটি নির্ভরযোগ্য এবং দীর্ঘস্থায়ী। পিসিটিতে ইপিইউ ফিচার থাকায় ৪০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়। এছাড়া এতে রয়েছে ৬টি ইউএসবি ২.০, ১টি ভিজিএ, ১টি ডিভিআই-ডি পোর্ট প্রভৃতি সংযোগ সুবিধা। ১৮.৫ ইঞ্চির এলইডি মনিটরসহ পিসিটির মূল্য রাখা হয়েছে ৪১,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৪২, ৯১৮৩২৯১।