মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আইফোনকে ব্যঙ্গ করে স্যামসাংয়ের বিজ্ঞাপন
আইফোনকে ব্যঙ্গ করে স্যামসাংয়ের বিজ্ঞাপন
কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের একটি আদালতে অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট মামলায় হেরে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ গুনতে হয়েছে স্যামসাংকে। তবে কোনোভাবেই দমার পাত্র নয় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আদালতে হারলেও অ্যাপলের নতুন পণ্য আইফোন ৫কে একটি বিজ্ঞাপনে একহাত দেখে নিয়েছে তারা। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।
যুক্তরাষ্ট্রের জাতীয় ও আঞ্চলিক কয়েকটি পত্রিকায় রোববার থেকে বিজ্ঞাপনটি প্রচার করে স্যামসাং। এতে ফিচারের দিক থেকে আইফোন ৫ এর তুলনায় গ্যালাক্সি এসথ্রির এগিয়ে থাকার কথা তুলে ধরা হয়। বিজ্ঞাপনটিতে পরিষ্কারভাবে গ্যালাক্সি এসথ্রির ছবি উল্লেখ করলেও আইফোন ৫কে তুলে ধরা হয় একটু ভিন্ন আঙ্গিকে। এর নিচে স্মার্টফোন দুটির সব ফিচার তুলে ধরা হয়। স্বাভাবিকভাবেই আইফোনের তুলনায় গ্যালাক্সি এসথ্রিতে দ্বিগুণেরও বেশি ফিচার দেখানো হয়। বিজ্ঞাপনটির ওপরের প্রথম লাইনে স্যামসাং জানায়, এটার পেছনে জিনিয়াসদের অবদান নেই। এখানে ‘এটা’ বলতে আইফোন ৫, ‘জিনিয়াস’ বলতে অ্যাপল কর্মীদেরই ইঙ্গিত করা হয়।
বিজ্ঞাপনে উল্লিখিত ফিচারে বলা হয়, আইফোন ৫ এর এইচডি ডিসপ্লের তুলনায় গ্যালাক্সি এসথ্রির ডিসপ্লে বেশি কার্যকর। এসথ্রির তুলনায় আইফোনের টকটাইম ও র্যাম কম কার্যকর। এসথ্রিতে নিয়ারফিল্ড কমিউনিকেশনের (এনএফসি) মতো সর্বাধুনিক সুবিধা থাকলেও আইফোনে তা নেই। বিজ্ঞাপনটি নিয়ে অবশ্য এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অ্যাপল। - SBB