সোমবার ● ১৭ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিএনটি এক্সপ্রেস-লেক্সমার্ক প্রিন্ট সেবা চালু করেছে কম্পিউটার সোর্স
টিএনটি এক্সপ্রেস-লেক্সমার্ক প্রিন্ট সেবা চালু করেছে কম্পিউটার সোর্স
প্রিন্টার কেনা ছাড়াই কর্পোরেট হাউজগুলিতে প্রিন্ট সেবা কার্যক্রম চালু করেছে কম্পিউটার সোর্স। ম্যানেজড প্রিন্ট সার্ভিসেস নামের নতুন এ সেবার আওতায় লেক্সমার্ক এর সাধারণ ও গ্রাহক চাহিদা অনুযায়ী কম খরচে প্রিন্ট, কপি সহ ফ্যাক্স সেবাও গ্রহন করতে পারবেন বাংলাদেশের কর্পোরেট অফিসগুলো। ম্যানেজড প্রিন্ট সার্ভিসেস এর আওতায় মাসে নূন্যতম দুই হাজার কপি প্রিন্ট করতে হবে গ্রাহকদের।
এরই ধারাবহিকতায় দেশের ইতিহাসে প্রথম এমন নির্ঝঞ্ঝাট সেবা গ্রহন করে পার্কসিন বিডি। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিন বছর মেয়াদী ‘প্রিন্ট সেবা’ চুক্তিবদ্ধ হয় আন্তর্জাতিক কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস প্রতিষ্ঠান টিএনটি এক্সপ্রেস বাংলাদেশ। চুক্তিতে স্বাক্ষর করেন কম্পিউটার সোর্স এর হেড অব ইনস্টিটিউশনাল সেলস অ্যান্ড প্রোডাক্ট ম্যনেজার (লেক্সমার্ক) এ.এস.এম.এম মনোয়ার সাগর এবং টিএনটি এক্সপ্রেস বাংলাদেশ এর ম্যানেজার (ফিইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) ফরহাদ আহমেদ। লেক্সমার্ক ইনকপরপোরেশন এর এশিয়া অঞ্চলের প্রধান ফ্রান্সিস চোয়া, টিএনটি এক্সপ্রেস এর কান্ট্রি ম্যানেজার রাজিব ভট্টাচার্জ, কম্পিউটার সোর্স এর পরিচালক এস এম মুহিবুল হাসান এসময় উপস্থিত ছিলেন।