সোমবার ● ১৭ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সাইবার হামলা ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যাংকের জন্য আলাদা ই-মেইল ব্যবহারের পরামর্শ
সাইবার হামলা ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যাংকের জন্য আলাদা ই-মেইল ব্যবহারের পরামর্শ
অ্যান্টি-ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান সিমেনটেক করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সানতানু ঘোষ সাইবার হামলা ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যাংকের জন্য আলাদা ই-মেইল ব্যবহারের পরামর্শ দেন। এর মাধ্যমে ব্যবহারকারীর আর্থিক তথ্যগুলো নিরাপদে থাকবে বলে জানান তিনি। খবর টেক টুর।
সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে ঘোষ বলেন, ব্যবহারকারীদের সামাজিকমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে। সামাজিকমাধ্যম এবং ব্যাংকিংয়ের জন্য ভিন্ন ইমেইল ব্যবহার করলে তথ্য সুরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, সামাজিকমাধ্যমগুলো যেমন ফেসবুকের বন্ধুদের সঙ্গে এবং খুব বেশি পরিচিত নয় এমন কারও সঙ্গে তথ্য বিনিময়ে সতর্ক থাকতে হবে। এ ধরনের তথ্য প্রদানে সাইবার হামলার শিকার হওয়ার ঝুঁকি বাড়ে।
এ সময়ে তিনি বলেন, সাইবার আক্রমণকারীরা ম্যালওয়ারের মাধ্যমে ব্যবহারকারীর ইমেইল পরিচয় ব্যবহার করে প্রয়োজনীয় যেমন ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে নিতে পারে।
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আরেকটি প্রয়োজনীয় তথ্য হচ্ছে ই-মেইলে অথবা সামাজিকমাধ্যমগুলোয় সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করা। এটিও আর্থিক তথ্য পাওয়ার একটি অন্যতম উপায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ই-মেইল এবং সামাজিকমাধ্যমগুলোয় ম্যালওয়ার পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য চুরি করার চেষ্টা করা হয়। ম্যালওয়ারে জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নাম ব্যবহার করে একটি ভিডিও ছাড়া হয়েছিল ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে। পরে জানা যায় এ ম্যালওয়ারের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বের করে নিয়েছিল হামলাকারীরা।
সাইবার নিরাপত্তা সম্পর্কে বলতে গিয়ে ঘোষ পাসওয়ার্ড-সম্পর্কিত কিছু পরামর্শ দেন। অনেকেই পাসওয়ার্ড নির্বাচনে স্বামী বা স্ত্রীর নাম, তাদের জন্ম তারিখ অথবা বিয়ের তারিখ, নিজের জন্ম তারিখ ব্যবহার করেন। এসব তথ্য আক্রমণকারীরা খুব সহজেই পেতে পারে। তাই পাসওয়ার্ড নির্বাচনে এসব তথ্য না ব্যবহার করাই ভালো বলে মনে করেন তিনি। কয়েক বছর ধরে ম্যালওয়ারের মাধ্যমে তথ্য চুরির চেষ্টা বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
সর্বশেষে ঘোষ বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট ব্যবহার করলেও নিরাপত্তার বিষয়ে তেমন সতর্ক নয় বলে এসব প্রতিষ্ঠান খুব সহজেই আক্রমণের শিকার হয়। ইন্টারনেটের বিস্তার হলেও ব্যবসায়ীদের ম্যালওয়ার সম্পর্কে সতর্ক না হওয়ায় সাইবার হামলা বেশি হচ্ছে।