বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » “আমাদের আলাপ” শীর্ষক এক সেমিনার আয়োজন করে জিপিআইটি
“আমাদের আলাপ” শীর্ষক এক সেমিনার আয়োজন করে জিপিআইটি
গত ৩রা সেপ্টেম্বর ২০১২, জিপিআইটি চাকুরী ক্ষেত্রে সম অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে “আমাদের আলাপ” শীর্ষক এক সেমিনার আয়োজন করে জিপিআইটির বসুন্ধরার কার্যালয়ে। জিপিআইটির সহযোগী হিসাবে বিএসএইচআরএম অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। উক্ত সেমিনারের মূল উদ্দেশ্য ছিল চাকুরী ক্ষেত্রে নারী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে উদ্বোদ্ধ করা এবং অন্যান্য প্রতিষ্ঠানকে নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সচেতন করা।অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মকর্তা এবং জিপিআইটির উর্ধ্বোতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
জিপিআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান সামসি অনুষ্ঠানের উদ্ভোধনী বক্তৃতা প্রদান করেন। জনাব মো: মোশাররফ হোসেন, সভাপতি বিএসএইচআরএম উন্নয়নমূলক খাতে মেয়েদের সম অধিকার নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে সমাপনি বক্তব্য প্রদান করেন জিপিআইটির প্রধান মানব সম্পদ কর্মকর্তা জনাবা সৈয়দা ইয়াসমিন রহমান।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় যাতে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত কন্ঠ শিল্পী ন্যান্সী।