রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » হোয়াইট হাউসের কথাও প্রত্যাখ্যান করলো গুগল
হোয়াইট হাউসের কথাও প্রত্যাখ্যান করলো গুগল
মুসলমানদের কটাক্ষ করে নির্মিত চলচ্চিত্রের ক্লিপ ইউটিউবে না রাখতে গুগলকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে গত শুক্রবার অনুরোধ করা হলেও প্রতিষ্ঠানটি তা প্রত্যাখ্যান করেছে। খবর টেক টুর।ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানটি হোয়াইট হাউসকে জানিয়েছে, ভারত ও ইন্দোনেশিয়ায় ইউটিউব থেকে ক্লিপগুলো সরিয়ে নেয়া হয়েছে। এর আগে গত বুধবার মিসর ও লিবিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পর এ দুটি দেশ থেকেও ক্লিপগুলো সরিয়ে ফেলা হয়।গত মঙ্গলবার এ চলচ্চিত্রের জেরে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালানো হয়। এতে দেশটির যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও তিন কুটনীতিক নিহত হন।এরপর গুগলকে এ বিতর্কিত চলচ্চিত্রের ক্লিপগুলো সরিয়ে ফেলতে হোয়াইট হাউসের পক্ষ থেকে অনুরোধ করা হয়। এর বিপরীতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু দেশ থেকে এ চলচ্চিত্রের ক্লিপ অপসারণ করা হলেও পুরোপুরিভাবে তা ইন্টারনেট থেকে অপসারণ করা হবে না।প্রতিষ্ঠানটি জানায়, ‘ভারত ও ইন্দোনেশিয়ায় এ ধরনের কিছু দেখানো বেআইনি হওয়ায় আমরা দেশ দুটিতে এ চলচ্চিত্রের ক্লিপ বন্ধ করেছি। লিবিয়া ও মিসরে বিষয়টি জটিল হওয়ায় আমরা সেখানেও এটি বন্ধ করেছি। কিন্তু পুরোপুরি এটি বন্ধ করা যাবে না। ইউটিউবে পোস্ট করা ভিডিওটি আমাদের শর্তাবলির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছে, এ চলচ্চিত্রের পরিচালক নাকুলা ব্যাসিলি নাকুলার বিষয়ে তারা তদন্ত করছে। ২০১০ সালে এ ব্যক্তি ব্যাংক জালিয়াতির কারণে দোষী সাব্যস্ত হয় এবং গত জুনে শর্তসাপেক্ষে সে জেল থেকে মুক্তি পায়। জেল থেকে মুক্তির শর্তাবলি সে ভঙ্গ করেছে কি না, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।‘ইনোসেন্স অব মুসলিম’ নামের এ চলচিত্রটি নির্মাণের কারণে এরইমধ্যে বিশ্বের অনেক দেশে সংঘাত শুরু হয়েছে। এ সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এমনকি এ চলচ্চিত্রের খবর জানার পর বাংলাদেশের মুসলিমরাও যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করার চেষ্টা করেছে।