রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ফেসবুক পেজ খুললেন সালমান খান
ফেসবুক পেজ খুললেন সালমান খান
বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের পথ ধরে ফেসবুকে ফ্যানপেজ খুলেছেন আরেক হার্টথ্রুব সালমান খান। গত শুক্রবার পেজটি খোলার প্রথম ১ ঘণ্টায় ২৬ লাখ লাইক পান সালমান খান। খবর এনডিটিভির।এত দিন মাইক্রোব্লগিং সাইট টুইটারে সক্রিয় থাকলেও ফেসবুকে কোনো পেজ ছিল না তার। অফিশিয়াল এ ফ্যানপেজটিতে সালমান খানের ভক্তরা ফেসবুক টাইমলাইন থেকে তার অভিনয় জীবনের সব তথ্য জানতে পারবেন। ক্যারিয়ারের শুরু ১৯৮৯ সালের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ চলচ্চিত্র থেকে ‘এক থা টাইগার’ পর্যন্ত সব সিনেমার তথ্য দেয়া রয়েছে এ পেজে। এ ছাড়া ব্যক্তিগত কিছু ছবিও প্রকাশ করেছেন এখানে।ভক্তদের তিনি স্বাগত জানিয়েছেন ভিডিও দিয়ে। পেজটিতে তিনি বলেন, ‘অনেকেই আমাকে জানিয়েছে, ফেসবুকে আমার নামে অনেক ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। এখন আমি নিজেই হাজির হয়েছি।’ তিনি আরও বলেন, ‘এখন এ ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত।’জনপ্রিয় এ বলিউড তারকা ‘বিইং হিউম্যান’ নামে একটি এনজিও পরিচালনা করেন। এখানে প্রকাশিত একটি ভিডিওতে এনজিওটির কথা উল্লেখ করেছেন তিনি।গত ২১ আগস্ট বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন সাইটটিতে পেজ চালু করেন। পেজ চালুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই ৮ লাখ লাইক পান এ তারকা। শচীন ১ ঘণ্টায় পান ৪ লাখ লাইক। এ ছাড়া আমির খানেরও নিজস্ব পেজ আছে সাইটটিতে। খুব একটা সক্রিয় না থাকলেও ৫০ লাখ ভক্তর লাইক রয়েছে আমির খানের পেজে।