শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ইন্টারনেটনীতিতে কঠোর হচ্ছে চীন
ইন্টারনেটনীতিতে কঠোর হচ্ছে চীন
চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ৫৪ কোটি। অপব্যবহার রোধে সরকারের পক্ষ থেকে দেশটিতে ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চায়না ডেইলির একটি প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। খবর আইএএনএসের।জুনের শেষ দিকে চীনে মাইক্রোব্লগিং সাইট ব্যবহারকারীর সংখ্যা ২৭ কোটি ছাড়িয়েছে। সব মিলিয়ে চীনে এখন ৫৪ কোটি ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করে বলে দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানা গেছে। এ খাতের মন্ত্রী মিয়াও উইয়ের বক্তব্য অনুযায়ী, শিল্প খাতের স্বয়ংক্রিয়তা ও ইন্টারনেটের ওপর নজরদারির মতো বিষয়গুলো ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত হবে। এ ছাড়া সাইবার জগতের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ক্ষতিকর তথ্যগুলো ইন্টারনেটে ছড়ানো বন্ধ করা নতুন ব্যবস্থাপনার লক্ষ্য।চায়না ডেইলিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ব্যবসার সুযোগ সন্ধান ও অন্যান্য বিষয় নিয়ে মত প্রকাশের ক্ষেত্রে চীনাদের সংখ্যা বাড়ছে। এ ছাড়া মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে চীনের অনলাইন ব্যবসায়িক লেনদেন ৫২ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। ২০১১ সালের চেয়ে তা ১৪ শতাংশ বেশি।