শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সাইবারোম- নেটজেনি ও সিমেন্টেক প্রশিক্ষণ কর্মশালা
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সাইবারোম- নেটজেনি ও সিমেন্টেক প্রশিক্ষণ কর্মশালা
বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সাইবারোম- নেটজেনি ও সিমেন্টেক নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। গত ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর নাসিরাবাদের কম্পিউটার সোর্স বিভাগীয় কার্যালয়ের কনফারন্সে রুমে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন ৩৫জন ব্যাবসায় প্রতিনিধি ও কর্পোরেট গ্রাহক। কম্পিউটার সোর্স এর চট্টগ্রাম অঞ্চলের ব্রাঞ্চ ইন চার্জ খন্দকার মুরাদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে মুক্ত থাকার কৌশল সম্পর্কে আলোকপাত করেন কম্পিউটার সোর্স এর ব্যাবসায় ব্যবস্থাপক এ কে এম জিয়াউল ইসলাম জিয়া, শেখ নাঈম হোসেন এবং নেটজিনি প্রকৌশলী নকিবুল্লাহ চৌধুরি। অনুষ্ঠানে প্রথমে অনলাই সিকিউরিটি ডিভাইসের পরিচিতি উপস্থাপন এবং সংশ্লিষ্ট অ্যাপলিকেশন সম্পর্কে আলোকপাত করা হয়। এসময় ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে পরিবারের সদস্য থেকে শুরু করে অফিসের কর্মীদের নিরাপদ রাখতে নেটজিনির ইন্টারনেট সিকিউরিটি ডিভাইস এর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন বক্তারা। একইসাথে ইনটারনেট দুনিয়ায় নিরাপদ থাকতে আলোচনা করা হয় সিমেন্টেক এর সার্ভার সংশ্লিষ্ট এন্টিভাইরাস ও ব্যাকআপের কার্যকারিতা নিয়ে।