বুধবার ● ২৭ জুলাই ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবারই প্রথম ই-মেইলে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
এবারই প্রথম ই-মেইলে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ই-মেইল থেকে ডাউনলোড করার পদ্ধতি
২০১১ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি), আলিম এবং এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বুধবার। বেলা দুইটায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান ও মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে একযোগে এই ফল প্রকাশ করা হবে।
এর আগে সকাল ১০টায় প্রথা অনুযায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন। দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য জানানো হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন এসব তথ্য জানিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ফল প্রকাশের প্রস্তুতি শেষ করা হয়েছে।’
শিক্ষা বোর্ডগুলো জানায়, এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ই-মেইলে ফল পাঠানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ই-মেইল থেকে ডাউনলোড করে ফল প্রকাশ করবে। ফল ডাউনলোড করে প্রকাশের জন্য www.educationboard.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
গতবার চার মানদণ্ডে শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করা হলেও এবার করা হয়েছে পাঁচ মানদণ্ডে। মানদণ্ডগুলো হলো: নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর হার, পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ।
শিক্ষা বোর্ডগুলো জানায়, ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের জন্য খুদেবার্তার মাধ্যমে ২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত আবেদন করতে হবে।
গত ৫ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন।