![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তোশিবা হার্ডডিস্কের ডিস্ট্রিবিউটরশীপ পেল স্মার্ট টেকনোলজিস
তোশিবা হার্ডডিস্কের ডিস্ট্রিবিউটরশীপ পেল স্মার্ট টেকনোলজিস
বিশ্বখ্যাত তোশিবা ব্রান্ডের ল্যাপটপের পাশাপাশি হার্ডডিস্কের ডিস্ট্রিবিউটরশীপ পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি তোশিবা সিংগাপুর অফিসে তোশিবা কর্তৃপক্ষের সাথে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর পক্ষে চুক্তিস্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। চুক্তি অনুসারে বাংলাদেশের বাজারে একমাত্র পরিবেশক হিসেবে তোশিবা ব্রান্ডের সকল প্রকার হার্ডডিস্ক পরিবেশন করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। স্মার্ট টেকনোলজিস সূত্র জানিয়েছে, হার্ডডিস্কের বিশ্ববাজারে তোশিবা একটি সুপরিচিত ব্রান্ড এবং অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের বাজারেও এই হার্ডডিস্ক শক্তিশালী অবস্থান তৈরী করতে সক্ষম হবে।