![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হলো লজিটেক গিফট অ্যাভাগাঞ্জা
শুরু হলো লজিটেক গিফট অ্যাভাগাঞ্জা
বিশ্বনন্দিত লজিটেক ব্রান্ডের তারহীর প্রযুক্তির প্রতিটি পণ্যের সাথে নিশ্চিত উপহার ঘোষণা করেছে কম্পিউটার সোর্স। ঘোষিত অফারে লজিটেকের প্রতিটি তারহীন পণ্যের সাথে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন ক্রেতারা। এরপর লজিটেক বাংলাদেশের ফেসবুক ফ্যানপেজের (www.facebook.com/LogitechBangladesh) Scratch-n-Win offer ট্যাবে গিয়ে স্ক্রাচকার্ডেও গোপন নম্বর ও এর কার্ডের সিরিয়াল নম্বরটি দিয়ে একটি ফরম পূরণ করতে হবে। ফরম সাবমিট করার সাথে সাথেই একটি বার্তার মাধ্যমে তিনি জানতে পারবেন তার পুরস্কার সম্পর্কে। সবশেষে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসেই বার্তায় প্রদর্শিত পরুস্কারটি পেয়ে যাবেন পুরস্কার বিজয়ী।
মুঠোফোনে ৫০ টাকার ফ্রি টকটাইম ছাড়াও পুরস্কারের মধ্যে রয়েছে লজিটেক এইচ১১০ মডেলের হেডফোন, জেড১১০ ও জেড ৫০৬ মডেলের স্পিকার, সি১১০ মডেলের ওয়েব ক্যাম এবং এফ৫০৬ মডেলের গেম প্যাড। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ‘লজিটেক গিফট অ্যাভাগাঞ্জা’ চলবে আগামী ১০ আক্টোবর পর্যন্ত। মুঠোফোনে ০১৭৩০-৩৩৪১৬৫ নম্বরে ফোন কওে বিস্তারিত জানতে পারবেন আগ্রহীরা। - সংবাদ বিজ্ঞপ্তি