![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » উদ্বোধন হলো এসার কাস্টমার কেয়ার
উদ্বোধন হলো এসার কাস্টমার কেয়ার
এসার ক্রেতাদের সেবা কর্যক্রমকে আরও দ্রুত ও নির্ভরযোগ্য করতে বাংলাদেশে এসারের একমাত্র পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লি: নতুন আঙ্গিকে শুরু করেছে কাস্টমার কেয়ার কর্যক্রম।
২২০/ডি/৪ বেগম রোকেয়া স্মরণী, তালতলাস্থ এই কাস্টমার কেয়ার কেন্দ্র থেকে এসার ব্যবহারকারীগণ দ্রুত সময়ের মধ্যে সেবা কর্যক্রম সুবিধা পাবে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাস্টমার কেয়ার এর উদ্বোধন করেন এসার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব শেখর কর্মকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসার ইন্ডিয়ার পণ্য ব্যবস্থাপক জনাব এ বালাজি।
এসার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব শেখর কর্মকার বলেন, এসার বিশ্বের প্রযুক্তির বাজারে সবসময় নতুন নতুন পণ্য বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে আসছে সেই সাথে গ্রাহক সেবা নিশ্চিত করতে এই সেবা কেন্দ্র ভুমিকা রাখবে।
এক্সিকিউটিভ টেকনোলজিস লি: এর জেনারেল ম্যানেজার জনাব সালমান আলী খান বলেন, আমরা বিশ্বাস করি এসার ক্রেতাগণ খুব সহজেই পণ্যের যে কোন সমস্যা সমধানে গুরুত্বপূর্ণ সহযোগিতা পাবে এই কাস্টমার কেয়ার সেন্টার থেকে।