
মঙ্গলবার ● ১১ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বগুড়ায় গ্লোবাল ব্র্যান্ডের নতুন শো-রুমে উদ্ধোধন
বগুড়ায় গ্লোবাল ব্র্যান্ডের নতুন শো-রুমে উদ্ধোধন
তথ্য প্রযুক্তির সেবা ব্যবহারকারীর হাতের নাগালে এনে দিতে বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বগুড়ায় গত ৯ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের স্বনামধন্য আইটি আমদানীকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের নতুন শো-রুম। বগুড়ার নবাব বাড়ী রোডস্থ আলহাজ্ব শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেটের ২য় তলার এই শো-রুমটি ফিতা কেটে উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দিন খন্দকার। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাশ, আইডিবি শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, সহকারী চ্যানেল সেলস ম্যানেজার হারুন-অর রশিদ (মিথুন), বগুড়ার শাখা ব্যবস্থাপক আমিনুল বারী, বগুড়া কম্পিউটার সমিতির সভাপতি মাহমুদুর রহমান (মিথুন), স্থানীয় সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ীগণ, প্রযুক্তিবিধসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় একটি হোটেলে ডিলার এবং সাংবাদিকবৃন্দের সাথে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গ্লোবাল ব্র্যান্ডের উদ্দেশ্য, আদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। যোগাযোগ- ফোন : ০১৯৭৭৪৭৬৪২৫, ০৫১-৬৩০৭০।