মঙ্গলবার ● ১১ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভুয়া অ্যাকাউন্ট বাতিলের উদ্যোগ নিল ফেসবুক
ভুয়া অ্যাকাউন্ট বাতিলের উদ্যোগ নিল ফেসবুক
সামাজিক যোগাযোগের বৃহত্তম ওয়েবসাইট ফেসবুক থেকে ভুয়া অ্যাকাউন্ট সরানোর কাজ শুরু করেছে ফেসবুক কতৃপক্ষ। ফেসবুকের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ফেসবুক থেকে ভুয়া প্রোফাইল সরিয়ে ফেলতে বড় ধরনের চেষ্টা চলছে।এ প্রসঙ্গে ফেসবুক ইন্ডিয়ার ব্যবস্থাপক পবন ভার্মা জানিয়েছেন, ফেসবুক থেকে ভুয়া অ্যাকাউন্ট সরানোর জন্য চেষ্টা করছে ফেসবুক। যদি কোনো অ্যাকাউন্ট সম্পর্কে সন্দেহ হয়, তখন ফেসবুকের পক্ষ থেকে ফেসবুক ব্যবহারকারীকে শনাক্ত করতে পদক্ষেপ গ্রহণ করা হয়। ফেসবুক অ্যাকাউন্ট ভুয়া কী-না তা সন্দেহ করা হয় মূলত ভুয়া নাম ব্যবহার,্ প্রোফাইলে আসল ছবির পরিবর্তে প্রদত্ত ছবিটি কোনো তারকা বা বিখ্যাত কারো ছবি হলে বা কার্টুন ব্যবহার করা হলে। ফেসবুকে যদি বন্ধু সংখ্যা কম হয় তখনও ভুয়া অ্যাকাউন্টের সন্দেহ তৈরি হয়।বর্তমানে কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খোলার ও ‘লাইক’ বাড়ানো হচ্ছে। এ বিষয়টি নিয়ে ফেসবুক যথেষ্ট সজাগ আছে এবং ভুয়া লাইক ও অ্যাকাউন্ট রোধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।ফেসবুকে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট ছাড়াও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এর আগে আগস্ট মাসে এক খবরে বিবিসি জানিয়েছিল , ফেসবুক কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা আট কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে।প্রতি মাসে অন্তত একবার ফেসবুকে ঢোকেন তাঁদের সক্রিয় ব্যবহারকারী হিসেবে গণ্য করে ফেসবুক। সেই হিসাব অনুসারে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৯৫ কোটি। এই বিশালসংখ্যক ব্যবহারকারীর মধ্যে ৪ দশমিক ৮ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া।সামাজিক যোগাযোগের অবাধ সুযোগ করে দিলেও ফেসবুকের নিজস্ব নিয়মনীতি আছে। কিন্তু অনেকেই সেই নিয়মনীতির তোয়াক্কা করেন না। ফেসবুক কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ৮ দশমিক ৭ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের নিয়ম লঙ্ঘন করেন। পাশাপাশি ২ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্ট চালানোর পাশাপাশি নিজের পোষা প্রাণী বা নিজের প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির হয়ে একাধিক অ্যাকাউন্ট খুলেছেন। ফেসবুকের অ্যাকাউন্টে দেড় শতাংশ ক্ষেত্রেই ভুয়া নাম ব্যবহার করা হয়।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ফেসবুকের এ তথ্যগুলো হয়তো ফেসবুকে বিনিয়োগের ক্ষেত্রে ও বিজ্ঞাপন ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভুয়া অ্যাকাউন্ট ও লাইক ঠেকাতে কঠোর হচ্ছে ফেসবুক।