সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বিপজ্জনক সাইবার তারকা এমা ওয়াটসন
বিপজ্জনক সাইবার তারকা এমা ওয়াটসন
হ্যারি পটার সিরিজে হার্মিওন চরিত্রে অভিনয় করে বিশ্বখ্যাত হয়ে যান অভিনেত্রী এমা ওয়াটসন। এবার তার নজরকাড়া রূপ তাকে বিপদে ফেলে দিয়েছে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাইবার তারকা হিসেবে তাকে পরিচিতি দিয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
ইন্টারনেট ব্যবহারকারীদের প্রলুব্ধ করার জন্য এমা ওয়াটসনকেই টোপ হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করে সাইবার অপরাধীরা। এ ছাড়া ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহারকারীকে বোকা বানানো এবং তথ্য চুরির ক্ষেত্রে বেশির ভাগ সাইট সাইবার অপরাধীরা নিয়ন্ত্রণ করে। ম্যাকাফির বক্তব্য অনুযায়ী, ২২ বছর বয়সী এ অভিনেত্রীবিষয়ক তথ্য অনুসন্ধান করলে যদি আটটি ওয়েবসাইট ব্যবহারকারীর সামনে হাজির হয়, তাহলে এর একটিতে নিশ্চিতভাবে ক্ষতিকর উপাদান থাকে।
এ নিয়ে ছয়বার ইন্টেল অধিকৃত নিরাপত্তা সফটওয়্যার প্রতিষ্ঠানটি অনলাইনে বিপজ্জনক তারকা নিয়ে গবেষণা করল। গত বছর সবচেয়ে বিপজ্জনক সাইবার তারকার খ্যাতি পান হেইডি ক্লুম। পুরুষ তারকাদের চেয়ে নারীরা সাইবার অপরাধীদের কাছে বেশি প্রিয়। শীর্ষ ২০ জনের তালিকায় পুরুষ মাত্র একজন। তিনি জিমি কিমেল। এ ছাড়া বিপজ্জনক সাইবার তারকা তালিকায় জেসিকা বিল, ইভা মেনদেজ, সেলেনা গোমেজ ও হ্যালি বেরির মতো বিখ্যাতরা রয়েছেন।