সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » নতুন মূল্যে ফুজিৎসু এলএইচ৫৩১
নতুন মূল্যে ফুজিৎসু এলএইচ৫৩১
জাপানি অরিজিন ফুজিৎসু এলএইচ ৫৩১ মডেলের লাইফবুকে নতুন মূল্য ঘোষণা করেছে দেশের বাজারে এর একমাত্র পরিবেশক কম্পিউটার সোর্স। এলএইচ সিরিজের ৫৩১ মডেলের লাইফবুকটির রয়েছে দুইটি সংস্করণ। এর একটিতে রয়েছে কোরআই থ্রি (২.৩ গিগাহার্জ) এবং অন্যটিতে ডুয়াল কোর (২.২ গিগাহার্জ) প্রসেসর। এক বছরের বিক্রয়ত্তর সেবা সহ ১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার লাইফবুক দুটিতে ২জিবি র্যাম, ৫০০জিবি হার্ডডিস্ক ও ইন্টেল এইচডি ৩০০০ গ্রাফিক্স কার্ড ছাড়াও রয়েছে পোর্টেবল পিসির সব ধরনের সুবিধা। এগুলোর মধ্যে কোরআই থ্রি প্রসেসরের লাইফবুকের দাম ৪৬ হাজার ৮০০ এবং ডুয়াল কোরের মূল্য ৩৭ হাজার ৯০০ টাকা।