রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বিদ্যুত্সাশ্রয়ী প্রসেসর হ্যাসওয়েল আনছে ইন্টেল
বিদ্যুত্সাশ্রয়ী প্রসেসর হ্যাসওয়েল আনছে ইন্টেল
পরবর্তী প্রজন্মের বিদ্যুত্সাশ্রয়ী প্রসেসর হ্যাসওয়েল বাজারে আনতে যাচ্ছে চিপ নির্মাণে শীর্ষ প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন। আগামী সপ্তাহে বার্ষিক ডেভেলপারস সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনের কাছে হারানো বাজার কিছুটা হলেও ফিরে পাবে ব্যক্তিগত কম্পিউটার বা পিসি। খবর রয়টার্সের।ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা জানিয়েছেন, নানা কারণে পিসির বাজারে মন্দা বিরাজ করছে। এ ব্যাপারে গত মাসেই সতর্ক বাণী দেয় পিসি নির্মাতা প্রতিষ্ঠান এইচপি। পিসির বাজারে প্রভাব বিস্তারকারী শীর্ষ প্রতিষ্ঠান ইন্টেল বিষয়টি মাথায় রেখে আরও আধুনিক প্রসেসর আনার জন্যই কাজ করছে। একাধিক বিশ্লেষকের মতে, পিসি চিপ তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আগের চেয়ে কমে আসবে। এর কারণ হিসেবে তারা ইউরোপ, যুক্তরাষ্ট্র ও চীনের মন্দার কথা জানিয়েছেন। এ ছাড়া মোবাইল গ্যাজেটের বেড়ে চলা বাজারও এর অন্যতম কারণ। ইন্টেলের নতুন প্রসেসর বাজারে আনার ঘোষণার ব্যাপারে এভারকোর পার্টনারসের বিশ্লেষক প্যাট্রিক ওয়াং বলেন, বাজারের বর্তমান অবস্থায় এ ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ।মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮-এর ওপর ইন্টেল নির্ভরশীল হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এর ফলে ক্রেতারা স্মার্টফোন ও ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইস থেকে তাদের মনোযোগ পিসির দিকে ফেরাতে পারেন। আগামী সপ্তাহে সানফ্র্যান্সিসকোয় অনুষ্ঠিত হবে ইন্টেলের বার্ষিক ডেভেলপারস সম্মেলন। সেখানে জড়ো হবেন হাজারের বেশি প্রযুক্তি পেশাজীবী। সেখানে আলোচনার অন্যতম বিষয় হবে উইন্ডোজ ৮ চালিত ও ইন্টেলের হার্ডওয়্যারে নির্মিত ডিভাইস নিয়ে।অক্টোবরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে ইন্টেলের রাজস্ব পূর্বাভাসে বিশ্লেষকরা জানিয়েছেন, এ সময় ইন্টেলের রাজস্ব হতে পারে ১ হাজার ৪২০ কোটি ডলার। ইন্টেলের তরফ থেকে এর পরিমাণ ১ হাজার ৩৮০ কোটি থেকে ১ হাজার ৪৮০ কোটি ডলার হবে বলে জানানো হয়েছে। বিশ্বব্যাপী পিসি বিক্রি কমে যাওয়ার শঙ্কায় এপ্রিলের শেষ নাগাদ ইন্টেলের শেয়ারের দাম ১১ শতাংশ কমেছে।সর্বশেষ আইভি ব্রিজ নামে নতুন প্রজন্মের প্রসেসর বাজারে আনে ইন্টেল। নতুন প্রসেসরটির নাম হবে হ্যাসওয়েল। এর সহায়তায় ল্যাপটপ কম্পিউটারেও দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ সুবিধা পাওয়া যাবে। ইন্টেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রসেসরটির মাধ্যমে ভালো মানের গ্রাফিকস পাওয়া যাবে। এ ছাড়া বিদ্যুত্ ব্যবহারের পরিমাণ আগের তুলনায় ১০ থেকে ১৭ ওয়াট কমে আসবে। আগামী সপ্তাহের সম্মেলনে এখনকার সর্বাধুনিক প্রসেসর আইভি ব্রিজচালিত কয়েকটি মডেলের আলট্রাবুক প্রদর্শিত হবে। হাইব্রিড নামে পরিচিত কিছু ডিভাইসও প্রদর্শিত হবে, যেগুলোর স্ক্রিন থেকে কিবোর্ড আলাদা করা সম্ভব হবে; যা মূলত ল্যাপটপ হলেও ব্যবহার করা যাবে ট্যাবলেট কম্পিউটারের মতোই।ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক প্রতিষ্ঠান ইন্টেলের চিপে তৈরি হয় বিশ্বের ৮০ শতাংশ পিসি। বিশ্লেষকরা জানিয়েছেন, পিসির বাজারে একচেটিয়া অবস্থানে থাকলেও মোবাইল ডিভাইসের ক্ষেত্রে তারা পিছিয়ে। এ খাতে এগিয়ে এআরএম হোল্ডিংসের কাছ থেকে লাইসেন্স নিয়ে স্মার্টফোন ও ট্যাবলেটের চিপ উত্পাদন করা কোয়ালকম ও স্যামসাং ইলেকট্রনিকস। গবেষণা প্রতিষ্ঠান আইসাপ্লির তথ্যানুসারে, চার বছরের মধ্যে পিসি, ট্যাবলেট ও স্মার্টফোনের বাজার প্রায় দ্বিগুণ বাড়বে। কিন্তু সমন্বিত এ বাজারে ইন্টেলের দখল থাকবে ২৯-৩৫ শতাংশ।স্টার্ন এজির বিশ্লেষক বিজয় রাকেশ বলেন, উইন্ডোজ ৮ এআরএমের প্রসেসর সমর্থন করবে। এতে ক্রেতা প্রবণতা নিয়ে অনিশ্চয়তায় পড়বে ট্যাবলেটের জন্য চিপ উত্পাদকরা। কারণ আগের উইন্ডোজগুলো শুধু এক্স৮৬ ঘরানার প্রসেসর সমর্থন করত। যেগুলো তৈরি করত ইন্টেল ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস (এএমডি)। এ বিষয়ে রাকেশ আরও বলেন, ‘বড় একটি প্রশ্ন হচ্ছে, আমরা এক্স৮৬, না এআরএম প্রসেসর পাব। অ্যাপলের আইপ্যাড ও অ্যামাজনের কিন্ডেলের বিপরীতে এগুলোর দাম কেমন হবে, তাও দেখার বিষয়।’ইন্টেল যে মোবাইল ডিভাইসের বাজারে প্রবেশের চেষ্টা করছে না, তাও নয়। তবে মোবাইল ডিভাইসের জন্য মেডফিল্ড প্রসেসর নিয়ে সাড়া জাগাতে পারেনি। এ চিপে নির্মিত একাধিক স্মার্টফোন রাশিয়া, ভারত ও যুক্তরাজ্যের বাজারে আনা হয়েছে। সমালোচকদের বড় অভিযোগ, এগুলোয় অতিরিক্ত শক্তি প্রয়োজন। ১৮ সেপ্টেম্বর ইন্টেলের চিপে নির্মিত নতুন স্মার্টফোন যুক্তরাজ্যের বাজারে আনছে ইন্টেল। প্রতিষ্ঠান দুটির মধ্যে একাধিক স্মার্টফোন আনার চুক্তি রয়েছে বলেও জানা গেছে। মটোরোলার সঙ্গে ইন্টেলের এ চুক্তিকে ইন্টেলের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে।