রবিবার ● ২৪ জুলাই ২০১১
প্রথম পাতা » আইসিটি বিনোদন » গ্রামীণফোন নিয়ে এলো জিপিগেমস্টোর
গ্রামীণফোন নিয়ে এলো জিপিগেমস্টোর
বাংলাদেশে মোবাইল ফোনে গেম খেলার সুবিধা দেয়ার জন্য “জিপিগেমস্টোর” নিয়ে এলো গ্রামীণফোন। ২১ জুলাই হোটেল ওয়েস্টিনে শুধুমাত্র গ্রামীণফোন গ্রাহকদের জন্য এই গেম পোর্টালটির উদ্বোধন করা হয়।
গ্রামীণফোনের চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার, মাহমুদ হোসেন, হেড অফ কনটেন্ট এ্যান্ড এ্যাপলিকেশনস ট্রয় স্ট্রাইক, বিটিআরসি এ ডিরেক্টর জেনারেল স্প্রেকট্রাম ডিভিশন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান এবং ভিইউ মোবাইলের এমডি ও সিইও কায়মুন আমিন যৌথভাবে পোর্টালটি উদ্বোধন করেন।
বিগত কয়েক বছরে মোবাইলে গেম খেলার বিষয়টি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গ্রামীণফোন আশা করছে, জিপিগেমস্টোরের মাধ্যমে গেম খেলতে যারা ভালবাসেন তাঁরা এখন বাংলাদেশের যে কোন প্রানত্ম থেকে তাদের পছন্দের গেমটি খেলতে পারবেন।
জিপিগেমস্টোরের মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইন গেম, বিনামূল্যে পরীক্ষামূলক গেম খেলার সুবিধা এবং বাংলাদেশে প্রথমবারের মতো মাসিক মোবাইল গেমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গেম-অনুরাগী গ্রাহকগণ তাদের পিসি/ল্যাপটপ থেকে ওবেসাইটের মাধ্যমে অসংখ্য ক্যাটাগরির গেম থেকে পছন্দের গেম বাছাই, অনলাইনে গেম খেলা, গেম নিয়ে পর্যালোচনা লেখা এবং তাঁদের মোবাইল ফোনে সরাসরি গেম ডাউনলোড করতে পারবেন।
এ্যান্ড্রয়েড ও বস্ন্যাকবেরি ফোনসহ জাভা সাপোর্ট করা যে কোন হ্যান্ডসেটের জন্যও গেমের এক বিশাল ভাণ্ডার উপহার দিচ্ছে নতুন এই মোবাইল গেমস্টোর। ব্রাউজারসহ গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ রয়েছে এমন গ্রামীণফোন গ্রাহকরা এই সার্ভিস উপভোগ করতে পারবেন।