সোমবার ● ৩ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » অনলাইনে মাসব্যাপী হুমায়ূন আহমেদ বই মেলা শুরু
অনলাইনে মাসব্যাপী হুমায়ূন আহমেদ বই মেলা শুরু
অনলাইনে মাসব্যাপী হুমায়ূন আহমেদ বই মেলা ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ই-কমার্স ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট রকমারি ডট কম (www.rokomari.com) এই বই মেলার আয়োজন করে। মেলা চলাকালীন সময়ে পাঠকেরা ঘরে বসেই হুমায়ূন আহমেদের যে কোন বই ২০% মূল্যহ্রাসে কিনতে পারবেন । এছাড়া মেলা উপলক্ষ্যে ফেসবুকে (www.facebook.com/rokomari) চালু হয়েছে নানা প্রতিযোগিতা। এর মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদের বিভিন্ন চরিত্রের স্কেচ অঙ্কন, হুমায়ূন আহমেদের বিভিন্ন সৃষ্টিকর্মের ওপর প্রতিদিন ৫টি প্রশ্নের উত্তর দিয়ে পাওয়া যাবে হুমায়ূন আহমেদের বই,চলচিত্র-নাটকের ডিভিডি পুরস্কার। সঙ্গে থাকছে প্রতিঘন্টার লাইভ কুইজ। বইয়ের পাশাপাশি হুমায়ূন আহমেদের সকল নাটক-চলচিত্রের সিডি-ডিভিডিও পাওয়া যাবে। রয়েছে প্রকাশিত হুমায়ূন আহমেদের সকল বইয়ের ক্যাটালগ। মেলা চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে। মেলা এবং প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে http://goo.gl/IinTv ঠিকানায়। এছাড়া ০১৯৩৯৩৪৩০০৭ অথবা ০১৮২৭৭৭৭৮১৭ নম্বরে ফোন করেও তথ্য পাওয়া যাবে। মেলা সর্ম্পকে বিভিন্ন তথ্য দিয়ে রকমারি.কম এর চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ আইসিটি নিউজ-কে একটি ভিডিও সাক্ষাৎকার দেন।