শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ব্রাদার প্রিন্টারের উপর করিগরী কর্মশালা
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ব্রাদার প্রিন্টারের উপর করিগরী কর্মশালা
সম্প্রতি বাংলাদেশে ব্রাদার ব্র্যান্ডের প্রিন্টারের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড তাদের কল্যানপুরস্থ সার্ভিস সেন্টারে গত ৩১শে আগস্ট আয়োজন করে ২ দিন ব্যাপি “ব্রাদার প্রিন্টার টেকনিক্যাল সেমিনার” শীর্ষক কর্মশালা। এতে বাংলাদেশের বিভিন্ন জেলার ব্রাদার প্রিন্টারের ডিলার প্রতিষ্ঠানের মোট ৩০ জন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার অংশ গ্রহন করে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ব্রাদার প্রিন্টারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার। ব্রাদার প্রিন্টারের সার্ভিস ইঞ্জিনিয়াররা এই কর্মশালায় ব্রাদার ব্র্যান্ডের লেজার, ইঙ্কজেট ও মাল্টিফাংশনাল প্রিন্টার, ফ্যাক্স মেশিন প্রভৃতি পণ্যের কারিগরী দিকসমূহ, কার্যকারিতা, ইনস্টলেশন এবং ট্রাবলশ্যুটিং সম্পর্কে স্বচ্ছ ধারণা দেন এবং এর পাশাপাশি হাতে-কলামে প্রশিক্ষণ প্রদান করেন। কৃতিত্বের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রত্যেককে পরে ব্রাদারের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাস, চ্যানেল সেলস ম্যানেজার মিজানুর রহমান এবং গ্লোবাল ব্র্যান্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে সার্টিফিকেটগুলো বিতরণ করেন। অতি দ্র্রুত ও দক্ষতার সাথে গ্রাহক সেবা প্রদান করা এবং গ্রাহক সেবার মান উন্নয়নই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।
- বিজ্ঞপ্তি।