রবিবার ● ২৪ জুলাই ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোবাইল ফোনে ব্র্যাকের অর্থসেবা
মোবাইল ফোনে ব্র্যাকের অর্থসেবা
দেশে প্রথমবারের মতো মোবাইল ফোনে অর্থসেবা নিয়ে এল ব্র্যাক ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরুর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হলো।
সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে অন্যতম মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির গ্রাহকরা তাঁদের মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এখন থেকে বিকাশ ওয়ালেটে গ্রাহকরা টাকা জমা দিতে পারবেন, তুলতে পারবেন এবং বিভিন্ন সেবার জন্য ব্যবহারও করতে পারবেন। রাজধানীর রেডিসন ওয়াটারগার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
এ ছাড়া ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, ব্র্যাক ব্যাংক ও বিকাশের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমী) আলী, ব্র্যাংক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, বিটিআরসির সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, রবির প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।