শনিবার ● ১১ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বিআইজেএফ এর নতুন সভাপতি মুহম্মদ খান এবং সাধারন সম্পাদক আরাফাত সিদ্দিকী (ভিডিও)
বিআইজেএফ এর নতুন সভাপতি মুহম্মদ খান এবং সাধারন সম্পাদক আরাফাত সিদ্দিকী (ভিডিও)
বিআইজেএফ কার্য নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ’র সিনিয়র সাব এডিটর মুহম্মদ খান এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার আরাফাত সিদ্দিকী সোহাগ।
সভাপতি পদে মুহম্মদ খান পেয়েছেন ৩০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের আইসিটি ইনচার্জ মোজাহেদুল ইসলাম পেয়েছেন ১৯ ভোট। অপরদিকে সাধারন সম্পাদক পদে মাত্র এক ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছেন রিপোর্টার আরাফাত সিদ্দিকী সোহাগ তিনি পেয়েছেন ২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলানিউজ ২৪ ডটকমের আইসিটি সম্পাদক সাব্বিন হাসান পেয়েছেন ২০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী দৈনিক অর্থনীতি প্রতিদিনের সিনিয়র সহ-সম্পাদক ওয়াশিকুর রহমান শাহীন পেয়েছেন ৮ ভোট।
শনিবার সকাল ১০টায় বাংলাদেশ কম্পিউটার সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয় । বেলা দুইটা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষে বিকেলে তিনটায় ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার। নির্বাচন বোর্ডের সদস্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনীর হাসান এবং দৈনিক প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন এসময় তার সঙ্গে ছিলেন। নির্বাচনে ভোট দেন ৪৯ জন। এর মধ্যে একটি ভোটও বাতিল হয়নি।বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে যুগান্তর’র আইসিটি ডিপার্টমেন্ট ইনচার্জ তারিক রহমান, যুগ্মসচিব পদে কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি, কোষাধ্যক্ষ পদে সমকালের আইসিটি পেজ ইনচার্জ হাসান জাকির, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সকালের খবরের আইটি পেজ ইনচার্জ তারিকুর রহমান খান বাদল এবং গবেষণা সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্ত’র সহ-সম্পাদক (আইসিটি) নাজমুল হোসেন, মাসিক কম্পিউটার জগতের সহকারী সম্পাদক এম এ হক অনু ও সংবাদের স্টাফ রিপোর্টার (আইসিটি) মোহাম্মদ কাওছার উদ্দীন।