সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৯, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৬ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » যুক্তরাজ্যের উইকিমিডিয়া শাখার চেয়ারম্যানের পদত্যাগ
প্রথম পাতা » আইসিটি আপডেট » যুক্তরাজ্যের উইকিমিডিয়া শাখার চেয়ারম্যানের পদত্যাগ
৬০২ বার পঠিত
সোমবার ● ৬ আগস্ট ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাজ্যের উইকিমিডিয়া শাখার চেয়ারম্যানের পদত্যাগ

h.jpgঅনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ায় পর্নোগ্রাফি অন্তর্ভুক্ত করার পর তীব্র অসন্তোষ তৈরি হওয়ায় যুক্তরাজ্যের উইকিমিডিয়া শাখার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন অ্যাশলে ভ্যান হায়েফতেন। খবর দ্য টেলিগ্রাফের।
তার চলে যাওয়ার কারণ উইকিপিডিয়া সমর্থকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে টেলিগ্রাফ। প্রসঙ্গত, উইকিমিডিয়া মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার একটি বিভাগ।
উইকিপিডিয়ায় পর্নোগ্রাফি অন্তর্ভুক্ত করার পর এটি সম্পাদনার দায়িত্ব হারান অ্যাশলে। পরে এ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পদত্যাগ করেন তিনি। এ বিষয়ে সংগঠনটির প্রধান নির্বাহী জন দেভিস বলেন, ‘আমার অ্যাশলে ভ্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি বিষয়টি বুঝতে পেরেছেন। চেয়ারম্যানে থাকার কারণে কোনো নেতিবাচক আলোচনা হোক, তা তিনি চান না। তাই তিনি পদত্যাগ করলেন।’
এর আগে গত সপ্তাহে উইকিপিডিয়া থেকে ভ্যানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়। উইকিপিডিয়ার জ্যেষ্ঠ সম্পাদকদের নির্বাচিত কমিটিকে বলা হয় আর্বকম। তারাই অ্যাশলে ভ্যানকে নিষিদ্ধ করে।
উইকিপিডিয়ায় তিনি কিছু মানুষকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন বলে তার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এ ছাড়া তিনি একজন মানুষের আত্মজীবনী উইকিপিডিয়ায় সম্পাদনার সময় একটি পর্নের লিংক প্রবেশ করিয়ে দিয়েছিলেন।
বিদ্যালয়গামী শিশু-কিশোরদের জন্য উপযুক্ত শিক্ষামূলক ওয়েবসাইট হিসেবে উইকিপিডিয়া নিজেদের পরিচয় দিলেও এতে প্রচুর অশালীন কন্টেন্ট রয়েছে বলে অভিযোগ অনেকের। ওয়েবসাইটটির সহপ্রতিষ্ঠাতা ল্যারি স্যাংগার এবং ভ্যান হায়েফতেনের ব্যক্তিগত আক্রোশের শিকার ব্যক্তিরা এজ কন্ট্রোল ও ফিল্টার উইকিপিডিয়ায় চালু করার আহ্বান জানিয়েছেন।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’