সোমবার ● ৬ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » শীর্ষস্থান ধরে রেখেছে গুগলের অ্যান্ড্রয়েড ওএস
শীর্ষস্থান ধরে রেখেছে গুগলের অ্যান্ড্রয়েড ওএস
স্মার্টফোনের মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে গুগলের অ্যান্ড্রয়েড। এমনকি প্রথমবারের মতো একই প্রান্তিকে ১০ কোটি ইউনিটের মাইলফলক স্পর্শ করেছে ওএসটি। এ সময় বিশ্বব্যাপী ১০ কোটি ৭৮ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি হয়। মোট স্মার্টফোন বিক্রির পরিমাণ ১৫ কোটি ৮৩ লাখ। গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। খবর এনডিটিভির।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দ্বিতীয় প্রান্তিকে বিক্রি হওয়া তিনটি স্মার্টফোনের দুটিই অ্যান্ড্রয়েডচালিত। এর বাজার দখলের পরিমাণ প্রায় ৬৮ দশমিক ১ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপলের আইওএস। এ সময়ে অ্যাপলের আইওএসচালিত আইফোন বিক্রি হয় ২ কোটি ৬০ লাখ ইউনিট। বাজার দখলের পরিমাণ ১৬ দশমিক ৪ শতাংশ।
তৃতীয় অবস্থানে ব্ল্যাকবেরি ওএস। দ্বিতীয় প্রান্তিকে বিক্রির পরিমাণ ৮৫ লাখ ইউনিট। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে সিম্বিয়ান ও উইন্ডোজ ফোন। ওএস দুটির বিক্রির পরিমাণ যথাক্রমে ৬৪ লাখ ও ৫১ লাখ ইউনিট। ক্যানালিসের প্রধান বিশ্লেষক পিট কানিংহাম বলেন, এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় পুরো বাজারের প্রবৃদ্ধি ৪৭ শতাংশ। অ্যান্ড্রয়েডের প্রবৃদ্ধি ১১০ শতাংশ। অ্যান্ড্রয়েডের বাজার দখলের মূলে স্যামসাংয়ের সফলতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্যামসাং গ্যালাক্সি সিরিজসহ অ্যান্ড্রয়েডচালিত সাড়ে ৪ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে।
চলতি প্রান্তিকেও স্যামসাংয়ের কর্তৃত্ব বহাল থাকার ব্যাপারে কানিংহাম জানান, লন্ডন অলিম্পিকে স্যামসাংয়ের স্পন্সরশিপ এবং নিয়মিত বৈচিত্র্যময় স্মার্টফোন প্রতিষ্ঠানটির শীর্ষস্থান ধরে রাখবে।