মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বিসিএস কম্পিউটার সিটিতে ঈদ ফ্যাস্টিবল-২০১২ উদ্বোধন
বিসিএস কম্পিউটার সিটিতে ঈদ ফ্যাস্টিবল-২০১২ উদ্বোধন
“ঈদে প্রিয়জনকে কম্পিউটার উপহার দিন” এই শ্লোগান নিয়ে আজ থেকে ঢাকার আগারগাঁও আই,ডি,বি ভবন বিসিএস কম্পিউটার সিটিতে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো “ঈদ ফ্যাস্টিবল”-২০১২। এ উপলক্ষে বিসিএস সিটিকে বেলুন ও অন্যান্য উপকরণে বর্নিল সাজে সাজানো হয়েছে। দুপুর ১২টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির প্রাক্তন সভাপতি আহমেদ হাসান জুয়েল, আজিম উদ্দিন আহম্মেদ, রোকনুর রহমান, এ.টি.শফিক উদ্দিন, বর্তমান সভাপতি জনাব মজিবুর রহমান স¦পন ও সাধারন সম্পাদক এ এস এম আব্দুল মুক্তাদির এবং স্পন্সদের পক্ষ থেকে এ.ইউ.খাঁন জুয়েল ও মোঃ রফিকুল আনোয়ার সহ আসুস, এলজি, নরটন, লজিটেক, স্যাসসাং ও তোশিবা এর প্রতিনিধিবৃন্দ। এছাড়াও এই বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটির সম্মানিত সদস্য বৃন্দ। এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে ১৬ আগষ্ট পর্যন্ত। আয়োজক কমিটি জানান-প্রিয়জনকে প্রযুক্তিপণ্য উপহার দেওয়ার প্রচলন শুরু হয়েছে। এই ধারাকে আরও বেগবান করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উপলক্ষে ক্রেতারা যেকোনো প্রযু্িক্তপণ্য কিনলেই একটি কুপন পাবেন। আর কুপনগুলো থেকে লটারি করে প্রতি সপ্তাহে একটি ল্যাপটপসহ ১০টি আকর্ষনীয় পুরস্কার দেওয়া হবে।এ উৎসবে বিসিএস কম্পিউটার সিটির প্রতিটি প্রতিষ্ঠান ও প্রযুক্তিপণ্য আমদানিকারকেরা ক্রেতাদের বিভিন্ন ছাড় দিচ্ছে। বিসিএস কম্পিউটার সিটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতাদের জন্য খোলা থাকবে। ।