
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
নতুন ডেটা প্যাকেজ নিয়ে এলো বাংলালিংক
গ্রাহকের জন্য আরও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করার অংশ হিসেবে নতুন ডেটা প্যাকেজ নিয়ে এসেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। এখন ডেটার ক্ষেত্রে ২০ শতাংশ, ভয়েস মিনিটের ক্ষেত্রে ২২ শতাংশ ও মিক্স বান্ডলের ক্ষেত্রে ২৫ শতাংশ বেশি সুবিধা পাবেন গ্রাহক।
নির্দিষ্ট কিছু প্যাকের মাধ্যমে ব্যবহারকারীরা এখন অতিরিক্ত কোনো ডেটা খরচ ছাড়াই টফির কনটেন্ট লাইব্রেরি এবং ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে আনলিমিটেড অ্যাক্সেস পাচ্ছেন। কোনো বাড়তি খরচ ছাড়াই এসব জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম উপভোগ করার সুযোগ দিচ্ছে বাংলালিংক। এর বাইরে যারা আরও বেশি ডেটা বা মিনিটের বিশেষ অফার গ্রহণ করতে চান, তারা মাইবিএল অ্যাপের মাধ্যমে এ সুবিধা উপভোগের সুযোগ পাবেন।
এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ডার্ক ফাইবার ও ডব্লিউডিএম (ডেন্স ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং) অবকাঠামোয় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের অংশগ্রহণের সুযোগসহ টেলিযোগাযোগ খাতে সরকারের চলমান সংস্কার কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। দেশের ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সরকারের লক্ষ্য বাস্তবায়নে আমরা গ্রাহকের পরিবর্তনশীল চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী ও মানসম্মত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে ডিজিটাল অন্তর্ভুক্তির আওতা আরও বিস্তৃত করতে, গ্রাহকদের জন্য উন্নত সুবিধা নিশ্চিত করতে এবং দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ভূমিকা রাখতে আমরা সরকার ও অন্যান্য অংশীজনের সাথে নিবিড়ভাবে কাজ করে যেতে চাই।