
বৃহস্পতিবার ● ২৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চলছে অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং
চলছে অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং
প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ বাজারে তাদের নতুন স্মার্টফোন অনার এক্স৮সি এর প্রি-বুকিং শুরু করেছে। প্রি-বুকিং চলাকালীন গ্রাহকরা বর্তমানে ব্যবহার করছেন এমন যেকোনো ব্র্যান্ডের ফোন এক্স৮সি ফোনের সাথে এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে এক্সচেঞ্জকৃত ফোনের মূল্য এক্স৮সি ফোনের মূল্য থেকে ছাড় দেওয়া হবে।
এই ফোনে রয়েছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম (৮+৮ এক্সটেন্ডেড), ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সহ ১০৮ মেগাপিক্সেলের এআই-সমর্থিত রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। এই ফোনটি মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট ও ক্লাউড পার্পল এই তিনটি রঙে পাওয়া যাবে।
ডিভাইসটির প্রি-বুকিং চলবে আগামী ২ মে পর্যন্ত। ফোনটি ২ মে থেকে বাজারে পাওয়া যাবে। যেসব গ্রাহকরা ডিভাইসটি প্রি-বুক করবেন তারা নির্ধারিত ব্যাংক থেকে তিন মাসের জন্য সুদবিহীন ইএমআই (কিস্তি) ও ক্রয় পরবর্তী ১৮০ দিনের জন্য বিনামূল্যে ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন; সাথে উপহার হিসেবে পাবেন অনার চয়েস এক্স৭ লাইট ইয়ারবাড।